উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান

উজিরপুর প্রতিনিধি:  বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে।  আজ মঙ্গবার বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডের মধ্যে ড্রেন এবং বিভিন্ন স্থানে মশক নিধনের জন্য ঔষধ ছিটানো হয়।

মশক নিধন অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, নির্বাহী অফিসার মাসুমা আক্তার, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী প্রমুখ।

এসময় উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু বলেন ডেঙ্গু প্রতিরোধে উপজেলার প্রতিটি ওয়ার্ডে সচেতন মহল ও রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে নীজ নীজ এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করে মশক নিধনের আহবান জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.