উজিরপুরে ট্রাকে অগ্নিসংযোগ

 

উজিরপুর প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল ক্রসফায়ার নামক স্থানে ২৬ নভেম্বর রোববার ভোর ০৪ টার দিকে অবরোধের সমর্থনে একদল দুষ্কৃতীকারী গাছ ফেলে বেরিগেট সৃষ্টি করে সুপারি বোঝাই একটি মিনি ট্রাকে অগ্নিসংযোগ করে।
ট্রাক চালক কাওসার হোসেন খান জানান ,শনিবার রাতে বরিশালের মুলাদী উপজেলা থেকে সুপারি নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেই। পথিমধ্যে ভোর রাতে বামরাইল এলাকার সাবেক ইপি সদস্য ফরিদা ইয়াসমিনের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে ট্রাকটি থামায়।
পরে ট্রাকের পেছনের দুই চাকায় ও ইঞ্জিনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, তাদের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত না করে নিশ্চিত হওয়া যাবে না।
উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ জানান, খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি ১০-১২ জন দুর্বৃত্ত রাস্তায় গাছ ফেলে এ ঘটনা ঘটায়। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.