১৮৯ আরোহী নিয়ে সমুদ্রে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার বিমান

 

বিটিসি নিউজ ডেস্ক: ১৮৯ আরোহী নিয়ে লায়ন এয়ারের জেটি-৬১০ ফ্লাইটটি সমুদ্রে বিধ্বস্ত হয়ে গেছে। এর আগে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণের পর থেকেই বোয়িং-৭৩৭ প্লেনটি নিখোঁজ হয়ে যায়।

কর্মকর্তারা বলছেন, ফ্লাইটটি জাকার্তা থেকে বঙ্গকা বেলুটুং দ্বীপপুঞ্জের প্রধান শহর পাংকল পিনংয়ের উদ্দেশে স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে উড্ডয়ন করে। এরপর ১৩ মিনিট পরে অর্থাৎ ৬টা ৩৩ মিনিট থেকেই প্লেনটি এয়ার ট্রাফিক কন্টোলারদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। যা মাত্র এক ঘণ্টা পরই ৭টা ২০ মিনিটে অবতরণের কথা ছিল।

দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ ইউগি বাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দেশের পশ্চিম জাভা প্রদেশের কারাওয়ং বে-তে ঢুকে পড়েছিল প্লেনটি। পরে সমুদ্রের মধ্যে বিধ্বস্ত হয়ে যাওয়া প্লেনটির খোঁজ পাওয়া যায়। যার অবস্থান যেখান থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল, তার দুই নটিক্যাল মাইলের মধ্যেই।

এর আগে সংস্থাটির মুখপাত্র ইউসুফ লতিফ জানিয়েছেন, এটি নিশ্চিত যে, প্লেনটি বিধ্বস্ত হয়েছে।

লায়ন এয়ারের এক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফ্লাইটটিতে ঠিক কি ঘটেছিল, তা এখনও জানা যায়নি। তবে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

প্লেনটি নিখোঁজ হওয়ার পর থেকেই ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষ অনুসন্ধান শুরু করে এবং উদ্ধার অভিযানে নামে।

প্লেনটিতে দুই নবজাতক, এক শিশু, দুই পাইলট এবং ছয়জন কেবিন ক্রুসহ ১৮৯ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।

২০১৪ সালের ডিসেম্বরে ওই জাভা প্রদেশের সমুদ্রে ১৬০ জন আরোহী নিয়ে এয়ার এশিয়ার কিউজেড-৫৮০১ ফ্লাইট বিধ্বস্ত হয়েছিল।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.