হাবিপ্রবির হল খুলছে ১৮ আক্টোবর থেকে

হাবিপ্রবি (দিনাজপুর) প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৫৮তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলছে আগামী ১৮ আক্টোবর থেকে।
তবে হলসমূহ পর্যায়ক্রমে খোলা হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখা। এক্ষেত্রে হলে উঠতে হলে শিক্ষার্থীদের করোনার টিকা নিতে হবে।
আজ মঙ্গলবার (০৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে আয়োজিত ৫৮ তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে জানা যায়, আগামী ১৮ অক্টোবর থেকে প্রথম দিকে ৩য়, ৪র্থ ও মাস্টার্সে অধ্যায়নরত শিক্ষার্থীরা হলে উঠতে পারবে (শর্তসাপেক্ষে)। পর্যায়ক্রমে সকল আবাসিক শিক্ষার্থীদের হলে উঠানো হবে।
একাডেমিক কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হাবিপ্রবি (দিনাজপুর) প্রতিনিধি মোঃ মিরাজুল আল মিশকাত। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.