সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাট
নিজস্ব প্রতিবেদক: রেন্ট কন্ট্রোল মামলা আদালতে থাকার পরও বাড়ির মালিক আব্দুর রাজ্জাক ২০/২৫ জনের একটি গুন্ডা বাহিনী নিয়ে আজ বৃহস্পতিবার সকালে তালা ভেঙ্গে বাড়ির ভেতর অনধিকার প্রবেশ করে হামলা চালিয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকালে নগরীর বড়কুঠি পাড়া এলাকায়। গুন্ডা হাহিনী বাড়িতে অবস্থানরত রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের কাছ থেকে জোরপূর্বক তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে আটকে রেখে ঐ বাসার মালামাল লুটপাট করে এবং অনেক মালামাল রাস্তায় ফেলে দেয়।
প্রায় ২ ঘন্টা ধরে এ সন্ত্রাসী হামলা চলে। রাজশাহী প্রেসক্লাবের স্টাফ হানিফের কাছ থেকে খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ এবং লোকজন ঘটনা স্থলে এসে সন্ত্রাসীদের হাত থেকে সাইদুর রহমানকে উদ্ধার করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। রেন্ট কন্ট্রোল মামলা আদালতে থাকায় মামলা নম্বর (১৬/১৮) পুলিশ তাৎক্ষনিক ভাবে ঐ বাসাটি সাইদুর রহমানকে বুঝিয়ে দেয়।
হামলাকারীরা সাইদুর রহমানের আলমারীতে থাকা নগদ ২লক্ষ টাকা লুট করে। এছাড়া ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ৫ লক্ষ টাকা।
ঘটনার পর থেকে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান চরম নিরাপত্তা হীনতার মধ্যে বসবাস করছেন। এ ব্যপারে রাজশাহী বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দেওয়া হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ সন্ত্রাসীদের কাউকে গ্রেফতার করতে পারেনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ রাকিবুল হাসান শুভ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.