বিটিসি স্পোর্টস ডেস্ক: আগামী মৌসুমে আবারো চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার ব্যপারে শঙ্কা প্রকাশ করেছেন লিভারপুল ফরোয়ার্ড ডিয়েগো জোটা। তিনি বলেন, চ্যাম্পিয়ন্স লিগে সব প্রতিপক্ষই কঠিন, কিন্তু বিশেষ করে লস ব্লাঙ্কোসদের যেকোন ভাবেই এড়িয়ে যাওয়ার আশা করছি।
ইউরোপীয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর চ্যাম্পিয়নস লিগে ২০১৭/১৮ মৌসুমের পর থেকে নিয়মিত ভাবেই এই দুই দল কোন না কোনো পর্যায়ে একে অন্যের মোকাবেলা করে আসছে।
২০২০ সালের সেপ্টেম্বরে লিভারপুলের হয়ে অভিষেক হয় জোটার। তারপর তিন মৌসুমে রেকর্ড শিরোপা জয়ী মাদ্রিদের কাছে নক আউট পর্বে হারতে হয়েছে লিভারপুল।
২০২০/২১ মৌসুমে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ ৩-১ ব্যবধানে জিতে লিভারপুলকে বিদায় করে। অথচ এই সময়ের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জয়ের অন্যতম দাবীদার ছিল অল রেডসরা। পরের মৌসুমে ফাইনালে ৫৯ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে রিয়ালের শিরোপা নিশ্চিত হয়।
এ মৌসুমে শেষ ষোলোতে প্রথম লেগের ১৫ মিনিটের মধ্যে লিভারপুল ২-০ গোলের লিড পায়। কিন্তু ম্যাচটিতে রিয়াল দারুনভাবে ফিরে এসে ৫-২ গোলের জয় নিশ্চিত করে। দ্বিতীয় লেগ মিলিয়ে রিয়াল ৬-২ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিরুদ্ধে লিভারপুলের ভাগ্য বিবেচনা করে আগামী মৌসুমে অন্তত স্প্যানিশ জায়ান্টদের এড়িয়ে যেতে চান জোটা।
যদিও মাদ্রিদের গত মৌসুমটা মোটেই ভাল যায়নি। যে কারনে আগামী মৌসুমে আবারো শিরোপা লড়াইয়ে ফিরে আসার জন্য নিজেদের সর্বোচ্চটুকু করবে মাদ্রিদ। সেই লক্ষ্যেি ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের পাশাপাশি ফ্র্যান গার্সিয়া ও জোসুলকে দলে ভিড়িয়েছে তারা। এখনো কিলিয়ান এমবাপ্পে কিংবা হ্যারি কেনের মত তারকাকে দলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সর্বোচ্চ চ্যাম্পিয়নস লিগ শিরোপাধারীরা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.