রাজশাহীতে নাদিম মোস্তফা সহ প্রার্থিতা ফিরে পেলেন যারা

নিজস্ব প্রতিবেদকরাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট নাদিম মোস্তফার মনোনয়ন বৈধ বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে রাজশাহী-৩ আসনের বিএনপির বিকল্প প্রার্থী মতিউর রহমান মন্টু, রাজশাহী-৪ আসনে বিকল্প প্রার্থী অধ্যাপক আব্দুল গফুর এবং রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী আবু বকর সিদ্দিক মনোনয়ন ফিরে পেয়েছেন।

আজ শনিবার ইসির অস্থায়ী এজলাসে তাদের মনোনয়ন বহালের আদেশ দেয় কমিশন।

এর আগে ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট নাদিম মোস্তফার মনোনয়ন বাতিল করেন রাজশাহীর জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এসএম আবদুল কাদের।

১০টি মামলার তথ্য গোপনের দায়ে তার প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে পরে নির্বাচন কমিশনে আপিল করেন নাদিম মোস্তফা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ রাকিবুল হাসান শুভ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.