নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের তিন সদস্যকে আটক করেছে র্যাব-৫। র্যাব-৫ এর একটি দল রোববার রাতে পুঠিয়ার বেলপুকুর, বানেশ্বর বাজার ও জামিরা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা আনসার-আল-ইসলামের সক্রিয় সদস্য বলে দাবি করেছে র্যাব। আটকরা হলো, বেলপুকুর থানার পশ্চিম জামিরা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে রাজু আহমেদ (২৪), জামিরা গ্রামের আক্কাছ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৬) ও আকতার আলীর ছেলে ফরহাদ হোসাইন (৩০)। এসময় উদ্ধার করা হয়েছে জিহাদী বইসহ সরঞ্জামাদি। সোমবার সকালে র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত ৮টার দিকে বানেশ্বর বাজার থেকে আনসার-আল-ইসলামের সক্রিয় সদস্য রাজুকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর রাজুর দেয়া তথ্যের ভিত্তিতে ফরহাদ হোসাইন ও জাহাঙ্গীর আলমকে নিজ এলাকা থেকে আটক করা হয়। একই সাথে আটকের পর রাজুর কাছ থেকে দুটি মুঠোফোন ও তিনটি সীমকার্ড, ফরহাদের কাছ থেকে দুটি জিহাদী বই, একটি মুঠোফোন, দুটি সীমকার্ড ও একটি জাতীয় পরিচয়পত্র এবং জাহাঙ্গীরের কাছ থেকে তিনটি জিহাদী বই, জিহাদী লিফলেট উদ্ধার করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
র্যাব জানান, পুঠিয়ার জামিরা এলাকা থেকে এরআগেও বেশ কয়েকজন জেএমবি ও আনসাল-আল ইসলাম সংগঠনের সদস্যদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে নিষিদ্ধ সংগঠন জেএমবি সদস্য ছিল। আটককৃতরা এলাকায় নাশকতা সৃষ্টির লক্ষে কাজ করছিল। এছাড়াও সংগঠনকে গতিশীল করার লক্ষে তারা সদস্য সংগ্রহের কাজ করতো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। র্যাব জানায়, পুঠিয়ার জামিরা এলাকায় জঙ্গি সংগঠনর সক্রিয় হওয়ার চেষ্টা চালানো হচ্ছে। যার প্রেক্ষিতে এই এলাকাগুলো র্যাবের বিশেষ নজরদারিত্বে রয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.