খুলনায় আনসার ভিডিপি সদস্যদের নির্বাচনী ব্যবস্থাপনা প্রশিক্ষণ সমাপ্ত

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা : জেলার রূপসা উপজেলার ইলাইপুরস্থ আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার দুপুর ১২ টায় ১১৫ জন আনসার ভিডিপি(পুরুষ) ও ৯৬ জন আনসার ভিডিপি (মহিলা) সদস্যদের তিনদিনব্যাপি আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের জেলা ভিত্তিক নির্বাচনী ব্যবস্থাপনা প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের পরিচালক মোহাঃ আকবর আলী,পিএএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সদর থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ইউসুফ আলী মোল্লা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের সকল নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালনসহ আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন আইন শৃঙ্খলা রক্ষা ও আর্থ সামাজিক উন্নয়নসহ প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজের এবং দেশের উন্নয়ন ঘটানোর জন্য সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম শরীফ, উপজেলা প্রশিক্ষক দেবাশিশ রায় ও প্রশিক্ষকবৃন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.