রাজশাহীতে অস্ত্র-গুলিসহ জেএমবি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলা থেকে অস্ত্র-গুলিসহ লোকমান হাকিম (৪৫) নামে এক জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার হলিদাগাছি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে তিন রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল ও দু’টি জিহাদি বই জব্দ করা হয়। লোকমান মহানগরীর বেলকুপুর থানার মাহেন্দ্রা এলাকার বাসিন্দা। র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এসএম আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে।

তিনি জানান, আটক লোকমান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। তার নেতৃত্বে এলাকায় জিহাদি দাওয়াত দেওয়া ছাড়াও উগ্রবাদী বই বিতরণ ও বিভিন্ন সময় দলীয় বৈঠক করে জেএমবিকে সংগঠিত করার কাজ করে আসছিলেন। লোকমান নিজেকে টিউবয়েল মিস্ত্রি পরিচয় দিয়ে জঙ্গি কর্মকা- চালাতেন। বর্তমানে তিনি নতুন সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করছিলেন। তিনি মতিহারের জোকাবিলে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেয় বলে র‌্যাবের কাছে স্বীকারও করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে একটি মামলা দিয়ে বেলপুকুর থানায় সোপর্দ করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.