রাজশাহী নগরীতে কথিত সোর্স মতির হাসুয়ার কোপে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে পুর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় মো. আশিক (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রিমা থানাধিন ভদ্রা জামালপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ সময় হামলাকারীরা আশিকের ডান পায়ে হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে তার পা কেটে ক্ষত হয়। সেই সাথে ব্যপক রক্তক্ষরন হয় আশিকের।
পরে স্থানীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে রামেকের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধিন রয়েছেন। আজ রাতে তার ডান পায়ে অপারেশন হবে বলে জানিয়েছে স্বজনেরা।
প্রতক্ষ্যদর্শী মো. আইনাল হক, অপু, রাব্বী, সোহাগ জীবনসহ একাধিক স্থানীয়রা জানান, সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে নিজ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে মতি। তবে পুলিশের সাথে তার সখ্যতাও রয়েছে গভীর। চন্দ্রিমা থানার সকল পুলিশ একবাক্যে বলে মতি সাংবাদিক। কিন্তু স্থানীয়দের প্রশ্ন ৫ম শ্রেণীর গন্ডি পেরুয়নি মতি। তাহলে পুলিশ কিভাবে মতিকে সাংবাদিক বলে ?
এলাকাবাসী আরো জানায়, মতি কোন সাংবাদিক না, সে পুলিশ ও একটি অখ্যাত অনলাইন নিউজ পোর্টালের কথিত সাংবাদিকের সোর্স হিসেবে কাজ করে। পুলিশের সাথে সক্ষতা থাকায় এলাকার একাধিক যুবককে মাদক দিয়ে ধরিয়ে দেয়ার অভিযোগও করেন তারা।
এ ব্যাপারে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি মো. এমরান আলী বিটিসি নিউজকে জানান, আশিকের মা শিল্পি আক্তার বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। আসামিদের আমরা সনাক্ত করতে পেরেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে যথাযথ পদক্ষেপ নেয়া হবে বলে জানান ওসি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.