পেঁয়াজের সাথে এ কেমন শত্রুতা


নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় গভীর রাতে ঘাস মারা কীটনাশক ছিটিয়ে হাফিজুল ইসলাম নামের এক কৃষকের দুই বিঘা পেঁয়াজেরর ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার নলডাঙ্গায় থানায় অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত কৃষক হাফিজুল ইসলাম।
জানা যায়, উপজেলার সরকুতিয়া গ্রামের দেলবর রহমানের ছেলে কৃষক হাফিজুল ইসলাম ১ বিঘা নিজের জমির সাথে আর ১ বিঘা জমি ৩০ হাজার টাকা দিয়ে লিজ নিয়ে পেঁয়াজের চারা ও কদম পেঁয়াজ রোপন করে। কিন্তু গত বৃম্পতিবার রাতে শুত্রুতা করে কে বা কাহারা ঘাস মারা কীটনাশক প্রয়োগ করে।
গতকাল মঙ্গলবার সকালে তিনি ক্ষেতে গিয়ে দেখেন পেঁয়াজের চারা ও বীজ পেঁয়াজে পচন ধরে নষ্ট হতে শুরু করেছে । করলে কৃষকের মাথায় হাত পড়ে।
ক্ষতিগ্রস্ত কৃষক হাফিজুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, আমার দুই বিঘা জমিতে রোপনকৃত পেঁয়াজের চারা ও কদম পেঁয়াজের ক্ষেতে রাতের আধাঁরে ঘাস মারা কীটনাশক প্রয়োগ করে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে অপরাধীদের শনাক্ত করে আইনের আওয়াতায় আনা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.