বিষপান করে রাজশাহীর এয়ারপোর্ট থানার নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার নারী কনস্টেবল মিতা খাতুন (২২) আত্মহত্যা করেছেন। চন্দ্রিমা থানা এলাকা বসবাসকারী ওই নারী কন্সটেবল আত্মহত্যা করেন তাঁর বাড়িতে।

জানা গেছে, মিতা খাতুন নগরীর উপকণ্ঠ পারিলা ইউনিয়নের কেচুয়াতৈল এলাকার মনছুর আলির কন্যা।

গত ৩০ জুন দুপুরে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

তবে গত ৩ জুন তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর গত ৪ জুলাই তার শারীরিক অবস্থার আবারো অবনতি হলে ওইদিন আবারও হাসপাতালে নেওয়া হয়।

এরই মধ্যে গতকাল শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিসি নিউজকে জানানো হয়, কনস্টেবল মিতা খাতুৃনের বাড়ি নগরীর চন্দ্রিমা থানা এলাকায়। কিন্তু কর্মরত ছিলেন বিমানবন্দর থানায়। স্বামী তরিকুলের সঙ্গে কলহের জেরে বিষপান করেছিলেন। তরিকুলও বিমানবন্দর থানায় কর্মরত আছেন। গতকাল শুক্রবার মিতার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি শিবলী সরকার (নবু) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.