বিটিসি স্পোর্টস ডেস্ক: রদ্রির শেষ দিকের গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির কাছে হার এড়িয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। রোববার (১৮ ফেব্রুয়ারি) ইতিহাদ স্টেডিয়ামে ব্লুজদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সিটিজেনরা।
খেলার প্রথমার্ধে উজ্জীবিত চেলসির বিপরীতে অনেকটাই মলিন ছিল ম্যানসিটি। ম্যাচের ২৩তম মিনিটে চেলসিকে হতাশ করেন নিকোলাস জ্যাকসন। জ্যাকসনকে চমৎকার এক পাস দিয়েছিলেন মালো গুস্তো। তবে ওয়ান-অন-ওয়ান পাসে চেলসি স্ট্রাইকারের দুর্বল শট ঠেকিয়ে দেন এদেরসন।
দ্বিতীয়ার্ধে আধিপত্য প্রতিষ্ঠা করলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের দেখা পাচ্ছিল না পেপ গার্দিওলার দল।
শুরুর দিকে বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক প্রায় কাজে লাগিয়ে ফেলেছিলেন ডে ব্রুইনে। তবে ক্রসবার ঘেঁষে যায় বেলজিয়ান মিডফিল্ডারের শট।
ম্যাচের ৭৮তম মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন হলান্ড। ডে ব্রুইনের ক্রস থেকে খুব কাছ থেকেও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। ম্যাচের ৮৩তম মিনিটে রদ্রির লক্ষ্যভেদে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ম্যান সিটি।
এদিকে বুকায়ো সাকার জোড়া লক্ষ্যভেদে বার্নলিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল। গানারদের পক্ষে একটি করে গোল করেন, মার্টিন ওডেগার্ড, লিয়ান্দ্রো ট্রোসার্ড ও কাই হাভার্ট।
এতে ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। আর ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় ম্যান সিটি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.