জাহাজে হামলায় ইরানকে দায়ী করলেন নেতানিয়াহু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি আরব সাগরে ইসরাইলি মালিকানাধীন জাহাজে যে হামলা হয়েছে, তার জন্য ইরানকে দায়ী করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানকে নিজের চিরশত্রু বলে মনে করে ইসরাইল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রোববার সাপ্তাহিক মন্ত্রিপরিষদের বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে আমাদের নিরবচ্ছিন্ন প্রতিরোধ প্রচেষ্টা শুধু এ কারণে যে, তাদের আগ্রাসনমূলক কাজগুলোও নিরবচ্ছিন্নভাবে চলছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ‘গত সপ্তাহে ইরান আবার উপসাগরীয় অঞ্চলে একটি তেল ট্যাঙ্কারে আক্রমণ করেছে এবং এর মাধ্যমে আন্তর্জাতিক নেভিগেশনের স্বাধীনতায় আঘাত করেছে।’
আলজাজিরা বলছে, তবে ইসরাইলি প্রধানমন্ত্রীর এই অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি।
এর আগে আঞ্চলিক প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,  গত ১০ ফেব্রুয়ারি আরব সাগরে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় সম্ভবত ড্রোন ব্যবহার করা হয়েছিল। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি কোম্পানি অ্যামব্রে ইন্টেলিজেন্স জানায়, মানববিহীন বিমান ব্যবস্থা তথ্য আনম্যান এরিয়াল ভেহিকল (ড্রোন) দিয়ে হামলা চালানো হয়েছে। ওই সময় আরব সাগরে দুটি ট্যাঙ্কার এবং একটি বাল্ক ক্যারিয়ার ছিল। এর মধ্যে দুটি বাণিজ্যিক জাহাজ ইসরাইলি মালিকানাধীন এবং একটি সংযুক্ত আরব আমিরাতের।
সিকিউরিটি কোম্পানিটি আরও বলে, হামলার সঙ্গে ইরান জড়িত বলে অনুমান করা হচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিগত বছরগুলোতে একই ধরনের বেশ কয়েকটি হামলার ঘটনার পেছনে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ করা হলেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান।
এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারি ইরানের ইস্পাহান শহরের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা হয়। ওই হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছে ইরান। সেই সঙ্গে প্রতিশোধ নেওয়ারও অঙ্গীকার করে দেশটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.