চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ‘শারদীয় দুর্গোৎসব’। বিভিন্ন পুজা মন্ডপে চলছে পুজা-অর্চনা। এসব পুজা মন্ডপ পরিদর্শণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ। অষ্টমীর দিন ভক্তরা নিজ নিজ এলাকার পুজো মন্ডপ গুলোতে দেবীদর্শন করেছেন।
গতকাল শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর, শিবতলা ও বারঘরিয়া ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের কর্মকর্তাগণ। বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ কে এম তাজকির-উজ-জামান।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন সহ অন্য কর্মকর্তাবৃন্দ, বারঘরিয়া বাইস পুতুল সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি শ্রী প্রণব কুমার পাল, সাধারণ সম্পাদক মৃণাল কান্তি পাল (শান্ত)সহ বিভিন্ন পুজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।
এ সময় মন্ডপ কমিটির সদস্যদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক। উল্লেখ্য, এবছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ১৩৬টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পুজা উদযাপিত হচ্ছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৫৫টি, শিবগঞ্জ উপজেলায় ৩৭টি, নাচোল উপজেলায় ১২টি, ভোলাহাট উপজেলায় ৩টি ও গোমস্তাপুর উপজেলায় ২৯টি মন্ডপে পূজা হচ্ছে। নিরাপত্তার জন্য জেলার প্রত্যেকটি পুজা মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.