আদমদীঘিতে ৬ ফার্মেসীর জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ফার্মেসীতে যৌন উত্তেজক ট্যাবলেট, বিক্রি নিষিদ্ধ ঔষধ রাখা ও বৈধ কাগজপত্র না থাকার দায়ে আদমদীঘির চাঁপাপুর ও কুন্দগ্রাম বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬টি ফার্মেসীর মালিকে ১২ হাজার টটাকা জরিমানা করা হয়েছে।

সেই সাথে আগামীতে যেন এই ধরনের বেআইনী কারবার না করা হয় সেজন্য সতর্ক করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট সাদেকুর রহমানের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন। অভিযানে বগুড়া জেলা ঔষধ তত্বাবধায়ক আহসান হাবিবসহ আইনশৃংখলা বাহিনী উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত বিটিসি নিউজকে জানায়, আদমদীঘির চাঁপাপুর বাজারে অবস্থিত সাদিক ফার্মেসীর ১ হাজার টাকা, ইউনিক ফার্মেসীর ২ হাজার, প্রামানিক ফার্মেসীর ৩ হাজার, কাঞ্চন ফার্মেসীর ১ হাজার, চৌধুরী ফর্মেসীর ৩ হাজার ও কুন্দগ্রাম বাজারের কহিনুর ফার্মেসীর ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.