আদমদীঘিতে গনসংযোগে ব্যস্ত তিন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আগামী ২৮ মার্চ দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা প্রতীক পাওয়ার পর বসে নেই পুরুষ প্রার্থীদের পাশাপাশি তারা সমর্থকদের নিয়ে উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে দিন রাত সমান তালে ব্যাপক গনসংযোগ করে প্রচারনা চালিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদীকা সালমা বেগম চাপা (হাঁস) মার্কা, মাহমুদা শফিক (প্রজাপতি), ও আলো গুপ্তা (কলস) মার্কা নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন।

ইতিমধ্যেই এই তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিজের যোগ্যতার কথা বলে ভোটারদের নিকট নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেনা। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা সকলেই আওয়ামীলীগ সমর্থিত। তাদের কর্মি বাহিনী পাড়ায় পাড়ায় পোষ্টার টাঙ্গানো, বিতরন ও মাইকিংসহ ভোটারদের মন জয় করতে নিরলস ভাবে কাজ করছে। তবে প্রচারনায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন আদমদীঘি উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদীকা সালমা বেগম চাপা (হাঁস) মার্কা। মাহমুদা শফিক (প্রজাপতি) ও আলো গুপ্তা (কলস) মার্কাও বসে নেই তাদের চলছে ঢিলে তালে প্রচারনা। তবে ভোটাররা চান যোগ্যতা সম্পন্ন কর্মঠ ও মিশুক মহিলা ভাইস চেয়ারম্যান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.