আগামী কাল ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক ক্বেরাত ও ইসলামী মহাসম্মেলন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঐতিহ্যবাহী শ্যামবাড়ির পীর সাহেব আল্লামা আব্দুল হাই (রহঃ) এর সুযোগ্য জামাতা মৌলভী সূফি আবু ইউসুফ(রহ:)’র স্মরণে এবং শ্যামবাড়ির সকল মুর্দেগানের রূহের মাগফিরাত কামনায় ২য় বার্ষিক আন্তর্জাতিক ক্বিরাত ও ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল।
আগামীকাল রবিবার বাদ যোহর থেকে একদিনের এই মহা সম্মেলন শুরু হবে বলে জানান আয়োজকদের প্রধান মেহমান লায়ন এম এ সোহেল আহমেদ মৃধা।
প্রতি বছরই এই মহা সম্মেলন মৌলভী সূফি আবু ইউসুফ (রহ:) ফাউন্ডেশনের ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে। এর কর্ণধার মাও. গাজী মোঃ ইয়াকুব ওসমানী।
এবারও বাংলাদেশ ছাড়াও মিশরের প্রখ্যাত আন্তর্জাতিক ক্বারিরা সম্মেলনে উপস্থিত থাকবেন।ব্রাহ্মণবাড়িয়াসহ আশেপাশের বিভিন্ন জেলার মুসলমানদের মহা সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন কসবার এই কৃতি সন্তান রাজনৈতিক ও মানবাধিকার নেতা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.