আ: লীগ সমর্থিত মেয়র নাসিরের প্রশংসা, পদ হারালেন বিএনপি নেত্রী মনি
চট্টগ্রাম ব্যুরো: আ: লীগ সমর্থিত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসিরের প্রশংসা করে বক্তব্য দেওয়ায় মহানগর সভাপতি মনোয়ারা বেগম মনিকে সংগঠনের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী মহিলা দল।
আজ শনিবার রাতে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জাননো হয়।
প্রসঙ্গত: গতকাল শুক্রবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে মনোয়ারা বেগম মনি আওয়ামী লীগ সমর্থিত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসিরের প্রশংসা করে বক্তব্য দেন।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্রগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনিকে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে চট্রগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র সহসভানেত্রী ফাতেমা বাদশা ভারপ্রাপ্ত সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
সং বাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো স.ম.জিয়াউর রহমান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.