নির্বাচন সংক্রান্ত পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড ইত্যাদি অপসারণে: রাসিক

 

আরসিসি প্রতিবেদক: আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে মহানগরী এলাকায় নির্বাচন সংক্রান্ত পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড ইত্যাদি অপসারণে ওয়ার্ড সচিবের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে নগরভবনের এ্যানেক্স সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোঃ রেজাউল করিম।

সভায় জানানো হয়, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন-২০১৮ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সে লক্ষ্যে গত ২০ জুন রাত ১২টা পর্যন্ত সময় নির্ধারণ করে নগরীতে বিদ্যমান সকল পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী এবং নির্বাচনী ক্যাম্প অপসারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে সম্ভাব্য প্রার্থীদের নির্দেশনা প্রদান করেছে নির্বাচন কমিশন।

তা অপসারণে রাসিকের পক্ষ থেকেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওয়ার্ড পর্যায়ে পাড়া মহল্লায় বিদ্যমান পোস্টার, ব্যানার দেয়াল লিখন, প্যান্ডেল, আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প অপসারণে সকল প্রক্রিয়া সম্পন্নে ওয়ার্ড সচিবদের আরও দায়িত্বশীল হবার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও নির্বাচন সংক্রান্ত অন্যান্য নির্দেশনার বিষয়েও সভায় আলোচনা করা হয়।

সভায় রাসিকের প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ( প্রেস বিজ্ঞপ্তি ) #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.