বৃষ্টি হলেই ঘুম ভেঙ্গে যায়, বুকের  ভেতরটা ধরফর করে ওঠে: প্রতিমন্ত্রী রাঙ্গা

 

রংপুর ব্যুরো: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, বৃষ্টি আসলেই ঘুম ভেঙ্গে যায় আমার। বুকের ভেতরটা ধরফর করে ওঠে। আবার তিস্তার পানি বৃদ্ধি হলো নাকি। আপনাদের বাড়িঘর বন্যায় ভেসে গেলো নাকি। আর ঢাকয় থাকতে পারি না। তাই বৃষ্টি হলেই আমি বার বার আপনাদের কাছে ছুটে আসি।

রোববার দুপুরে রংপুরের গঙ্গাচড়ার কোলাকোন্দ এলাকায় তিস্তা নদীর পানি বৃদ্ধি দেখতে এসে নদী তীরবর্তি মানুষের উদ্দেশ্যে তিনি একথা বলেন। এসময় তার সাথে ছিলেন গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি সামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,  উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ হাসানুল কবির, গঙ্গাচড়া মডেল থানার ওসি মশিউর রহমান, কোলকোন্দ ইউপি চেয়ারম্যান আহমেদ প্রমুখ।

এসময় প্রতিমন্ত্রী রাঙ্গা বলেন, কিভাবে তিস্তা নদীকে শাসন করে আপনাদের একেবারেই ভাঙ্গন ও বন্যার হাত থেকে বাঁচাতে পারি সেজন্য আমি কাজ করছি। ইতোমধ্যেই ১২৬ কোটি টাকা ব্যয়ে তিস্তার ডান তীর রক্ষার কাজ শুরু হয়েছে। আল্লাহর ওপর ভরসা করে আপনাদের দু:খ দুর করতে কাজ করে যেতে চাই।

কয়েক দিনে যতবারই বৃষ্টি হয়েছে। ততবারই আমি ছটফট করেছি। না জানি আপনাদের বাড়িঘর ডুবে গেলো নাকি। নাকি ভাঙ্গলো। আপনাদের বাড়িঘর ভাঙ্গলে, ডুবে গেলে- আমার মন ভালো থাকে না। আমি চাই উজান থেকে নেমে আসা ঢল কিংবা বৃষ্টি কোন কারনেই তিস্তার পানি বাড়লে যেন আপনারা ক্ষতির মুখে না পরেন, সেই কাজটা করে যেতে চাই।

এর আগে তিসি কোলকোন্দ ইউনিয়ন পরিষদ মাঠে মসজিদ মন্দির, বিন্নি শিক্ষা প্রতিষ্ঠানে ১৮টি এবং ২২ টি অসহায় পরিবারের মাঝে সোলার বিতরণ করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.