বিটিসি বিনোদন ডেস্ক: শোবিজ তারকাদের নিয়ে আলোচনার শেষ নেই। ইদানীং অনেকেই প্রকাশ্যেই এসব নিয়ে কথা বলেন। বিশেষ করে নায়িকাদের অনেকেই ঠোঁট-নাক কিংবা চিবুকের গঠন ‘ঠিক’ করতে আগ্রহী।
তবে বলিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মতে, যে যেমন তার নিজেকে সে ভাবেই গ্রহণ করা উচিত।
আর তিনি শেয়ার করলেন তার সঙ্গে ঘটে যাওয়া এক ঘটনা।
‘তেজাব’ সিনেমাটি মুক্তির আগে খুবই নিরাশ হয়ে পড়েছিলেন মাধুরী। সে সময় রূপ, ঠোঁট-নাকের গড়ন নিয়ে অনেক কথা শুনতে হয়েছিল তাকে।
মাধুরী বলেন, তখন মাত্র অভিনয় জীবনে পা রেখেছি।

অনেকেই আমাকে বলেছিলেন, ‘নাকটা ঠিক করো। ঠোঁটটা ঠিক নয় তোমার’। সবার কথা শুনে আমার খুব মনখারাপ হয়ে যেত। তখন আমার মা একটা পরামর্শ দিয়েছিলেন।
সে কথাই এখনও মনে রেখেছি।
কী পরামর্শ দিয়েছিলেন মাধুরীর মা? নায়িকা যোগ করে বলেন, মা বলেছিলেন, একটা সিনেমা হিট হয়ে গেলে আর কেউ আমার গড়ন নিয়ে প্রশ্ন তুলবে না। কথা বলবে না। তেমনই হয়েছিল। ‘তেজাব’ মুক্তি পাওয়ার পরে খুব সফল হয়েছিল।
তার পরে আমাকে সত্যিই আর কোনও কথা শুনতে হয়নি।
মাধুরী জানিয়েছেন, নতুন প্রজন্মের অভিনেত্রীদেরও এই পরামর্শই দিতে চান তিনি। ভালো কাজ করলে সব চাপা পড়ে যায়। আর যদি দেখতে অন্যরকম হয় তা হল নায়িকার উপদেশ, সেটাই তো নতুনত্ব। নিজের নতুনত্ব কখনও নষ্ট করা উচিত নয়। #















