নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের (২৯ নং ওয়ার্ড) সাবেক কাউন্সিলর ও মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর মতিহার থানার খোজাপুর এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, সাবেক কাউন্সিলর মাসুদ রানা শাহীনের বিরুদ্ধে তিনটি মামলায় ওয়ারেন্ট ছিল। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি তার বাড়ির সামনে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাসুদ রানা শাহীন খোজাপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পলন করেছিলেন।
বৃহস্পতিবার সকালে গ্রেফতার শাহীনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #















