বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।
বৃহস্পতিবার সকালে জেলার বিভিন্ন চার্চে প্রার্থনার মাধ্যমে দিনটি শুরু হয়।
প্রার্থনায় দেশবাসীসহ সবার শান্তি প্রত্যাশা করা হয়। পাশাপাশি দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রার্থনা শেষে বড়দিন উপলক্ষে চার্চ প্রাঙ্গণে কেক কাটা হয়।
পরে নাচ ও গানের মাধ্যমে আনন্দে মেতে ওঠেন খ্রিষ্টধর্মাবলম্বীরা। এ সময় বড়দিন ও আগামী নতুন বছরের শুভেচ্ছা জানানো হয় সবাইকে।
খ্রিষ্টধর্মাবলম্বীরা জানান, অন্যান্য বছরের মতো এবারও তারা বড়দিন উপলক্ষে আনন্দ-উৎসবে মেতে উঠেছেন। #















