BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফটিকছড়িতে অস্তিত্ব বিপন্নের পথে হালদা নদী!

ফটিকছড়িতে অস্তিত্ব বিপন্নের পথে হালদা নদী!

খাগড়াছড়ি প্রতিনিধি: হালদা নদী চট্টগ্রামের পার্বত্য জেলা থেকে উৎপন্ন হয়ে ফটিকছড়ি উপজেলায় প্রবেশ করে এবং উপজেলাটির বুক চিরে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। দেশের একমাত্র মৎস্য প্রজনন কেন্দ্র খ্যাত এ গুরুত্বপূর্ণ অংশ রক্ষার জন্য নেই কার্যকর কোন পদক্ষেপ। প্রতিনিয়ত চলছে হালদা নদীর পাড় কেটে এবং নদী থেকে বালি তুলে নদীর ধ্বংসের প্রক্রিয়া। এ যেন নদীটি ধ্বংস করার প্রতিযোগিতা মাটি খেকোদের!

ফলে, পাড় কাটার কারণে নদীটি মারাত্মক হুমকির মুখে পড়েছে, যেখানে অবৈধ বালু উত্তোলন, মাটি বিক্রি ও ইটভাটার দূষণসহ নানা মানবসৃষ্ট কারণে নদীর মূল স্রোতধারা ও পরিবেশ ধ্বংস হচ্ছে, যা এই প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রের অস্তিত্বকে বিপন্ন করে তুলছে। স্থানীয় কিছু মাটি ও বালু খেকোদের থাবায় নদীর গভীরতা কমে গেছে, যা নদীর জীব-বৈচিত্র্যের জন্য বড় ঝুঁকি।

এদিকে, হালদার তীরে গড়ে ওঠা অবৈধ ইটভাটাগুলো শুধু দূষণই ছড়াচ্ছে না, বরং ভেকু দিয়ে পাড় কেটে মাটিও নিয়ে যাচ্ছে। 

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার পাইন্দং ইউপির ১নং ওয়ার্ডের মাদার্শার বাড়ি পূর্ব পাশে সরেজমিনে হালদা নদীতে গিয়ে দেখা যায়, হালদা নদীর পাড় কেটে ড্রাম ট্রাকে পাচার করা হচ্ছে অন্যদিকে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। নদীর পাড় এমন ভাবে কাটা হচ্ছে বুঝার উপায় নেই যে এটি হালদা নদী। নদীর অনেকাংশ ভরাট হয়ে গতিপথ পালটে দিয়েছে মাটি খেকোরা। গত কয়েক মাসে এভাবে মাটি কাটার ফলে হালদার পাড় পরিণত হয়েছে বিরান ভূমিতে। নদী পাড়ের মাটি কাটার শ্রমিক এবং ট্রাক ড্রাইভারদের কাছে কারা এসব করছে জানতে চাইলে- তারা তা কিছু না বলে তাড়াহুড়ো করে পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, নির্বিচারে নদীর পাড় কাটার ফলে নদীর অস্তিত্ব বিলীন হতে বসেছে। গ্রামীণ সড়কে রাতদিন বালি এবং মাটির ট্রাক চলার কারণে রাস্তাঘাট নষ্ট হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে উঠেছে বাসিন্দাদের জীবন। স্থানীয় ইটভাটাগুলোতে বালু মিশ্রিত এসব মাটির চাহিদা থাকায় তা চড়া দামে বিক্রি করছে প্রভাবশালীরা।

বিশেষজ্ঞরা মনে করছেন এ নদী রক্ষায় অবৈধ খনন ও বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি নদীর নাব্যতা ফিরিয়ে আনতে ও সুরক্ষা দিতে টেকসই পরিকল্পনা এবং জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয়দের সম্পৃক্ত করে নদী রক্ষা করা প্রয়োজন। শুষ্ক মৌসুমে নদী পানিশূন্য হয়ে পড়ায় সেচ সংকট দেখা দেয় এবং অবৈধ বালি উত্তোলনের কারণে নদী ও কৃষকদের জীবন ঝুঁকিতে পড়ে। নদীর পাড় কাটলে নদীর অস্তিত্ব বিলীন হয়ে যায়।

পাইন্দং ইউনিয়ন জামায়াতের সভাপতি এরশাদ উল্লাহ বলেন, পাইন্দং-এ নির্বিচারে মাটি কাটা ও বালু তুলা হচ্ছে। প্রশাসন কোন উদ্যোগ গ্রহণ না করলে আমাদের রাজনৈতিক দলের তো কোন ক্ষমতা নেই এসব বন্ধ করার। আমাদের দলের নাম ব্যবহার করে কেউ যদি এসব অবৈধ কাজ করে থাকে তাহলে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর ড. মনজুরুল কিবরিয়া বলেন, মৎস্য হেরিটেজ হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সম্পদে সমৃদ্ধ হালদা হুমকির মুখে পড়বে। এ কাজ বন্ধে আমি জেলা সমন্বয় সভায় আলোচনা করবো।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, কোনো অবস্থাতেই হালদার পাড় কাটা কিংবা এ নদী থেকে বালু উত্তোলন করা যাবে না। যারা এ কাজ করবে তাদের বিরুদ্ধে নদী সংরক্ষণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, হালদা নদী ফটিকছড়ি উপজেলার একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক অংশ, যা এই এলাকার ভূ-প্রকৃতি, কৃষি ও জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খাগড়াছড়ি প্রতিনিধি এ কে এম মোসাদেক হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ