BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্ত্বরে স্মৃতি সম্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করা হয়।

পরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

পরে সকাল ৯ টায় শহীদ মারুফ স্টেডিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও মনোঙ্গ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামছুল আলম সরকারসহ প্রশাসনের উর্ধতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে সকালে শহরের পৌর উদ্যানের শহীদ স্মৃতি স্তম্ভে বিএনপিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে পৌর উদ্যান থেকে জেলা বিএনপির উদ্যােগে একটি বিজয় র‍্যালি বের হয়৷ র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়।

এসময় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ বিএনপি’র বিএনপি’র নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে জেলা শিবিরের উদ্যােগে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে রান ফর ভিক্টরি কর্মসূচি পালন করা হয়। সকালে পৌর উদ্যান থেকে র‍্যালি বের হয়।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষণিক করে পুনরায় পৌর উদ্যােনে এসে শেষ হয়।

এসময় জেলা জামায়াত ইসলামীর আমির আহসান হাবিব মাসুদসহ অনন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জোনাকি দেখতে কেমন? জোনাকি কি সত্যিই জোনাকির মাংস খায়? ২৫ ডিসেম্বর হবে বাংলাদেশের আরেকটি নতুন ইতিহাস : মিলন আখাউড়ায় আ. লীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার মস্কোয় যেমন কাটছে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের জীবন বিপদে আমার দরজা সবার জন্য খোলা থাকে : পরীমণি ‘খালেদা জিয়া ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ’ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির নতুন কর্মসূচি উজিরপুরে ব্যাপক আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৬০০ প্যাকেট ভারতীয় বিড়ি জব্দ পঞ্চগড়ে চিকিৎসার নামে প্রতারণা হোমিও চিকিৎসকের