খুলনা বাইপাস সড়ক এলাকায় নয়া কৌশলে কথিত ভূমিদস্যুদের অপতৎপরতা

 

খুলনা ব্যুরো: খুলনা মহানরীর আশ-পাশে নয়া কৌশলে কথিত ভূমিদস্যুদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে। লোভনীয় প্রস্তাবে সাড়া দিয়ে সর্বস্ব খোয়াচ্ছেন জমির মালিকরাও। সেই সাথে ওইসব আবাসিক প্রকল্প থেকে জমি কিনেও প্রতারিত হচ্ছেন জনসাধারণ। বিগত কয়েক বছর ধরে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে জনগনের দৃষ্টি কেড়ে চড়া দামে বিক্রি করা হচ্ছে এসব জমি। সেই সাথে আবাসিক প্রকল্পের নামে দখল করা হচ্ছে সরকারি রাস্তা-খাল প্রভৃতি।

খুলনার খানজাহান আলী(রহ:) সেতু থেকে শুরু করে জিরো পয়েন্ট হয়ে জয়বাংলার মোড়, মোস্তফার মোড়, আকমানের মোড়সহ বাইপাস সড়ক সংলগ্ন বিভিন্ন স্থানে জমি দখলের হিড়িক পড়েছে। এসব জায়গায় সাটানো হয়েছে প্রকল্পের নকশা সম্বলিত রঙিন সাইনবোর্ড। যা দেখে সহজেই মানুষ আকৃষ্ট হয়। জীবনের সঞ্চিত অর্থ দিয়ে ওইসব প্রকল্পের জমি কিনলেও পরে মামলার মুখোমুখি হতে হয় অনেককে।

সম্প্রতি বাইপাস সড়কের মোস্তফার মোড়ের অদূরে গিয়ে দেখা যায় একটি আবাসিক প্রকল্পের চটকদার বিজ্ঞাপন। পরে ওই প্রকল্পের সাথে যোগাযোগ করে সংগ্রহ করা লিফলেটে দেখা যায় আরও কিছু মনকাড়া প্রলোভন। নিষ্কন্টক জমি ও নির্দিষ্ট সময়ে প্লট হস্তান্তরের নিশ্চয়তা, মূল্য পরিশোধের সাথে সাথে কবলা দলিল রেজিষ্ট্রি, প্লটের অভ্যন্তরে ২০ ফুট ও ১৫ ফুট প্রসস্ত পাকা রাস্তা, কেডিএ কর্তৃক অনুমোদনের উপযোগী প্লট, অভিজ্ঞ আর্কিটেক্ট দ্বারা প্রকল্পের নকশা প্রনয়ণ, প্লট হস্তান্তরের পূর্বেই বালি/মাটি ভরাট ইত্যাদি নানা প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করে জমি বিক্রি করা হচ্ছে।

ওই প্রকল্পের মালিক পক্ষ যাদের কাছ থেকে জমি কিনেছেন তাদের বিরুদ্ধে খুলনার আদালতে বাটোয়ারা মামলা দায়ের করেছেন চার ব্যক্তি। এরা হলেন, মনু মোহন ওরফে মনমোহন মিস্ত্রী(রায়), অমিয় মিস্ত্রী ওরফে রায়, অমর মিস্ত্রী ওরফে রায় এবং অসিত মিস্ত্রী ওরফে রায়। মামলায় সর্বমোট ৩৬জনকে বিবাদী করা হয়। এতে ওই প্রকল্প থেকে জমি কেনা গ্রাহকদেরও পড়তে হচ্ছে বিড়ম্বনায়।

এভাবে আরও অনেক জায়গায় জমির ব্যবসার নামে জমি দখলের প্রতিযোগিতা চলছে। যদিও মোস্তফার মোড়ের ওই প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, তার প্রকল্পের বিরুদ্ধে এমন কোন অভিযোগ নেই। শতভাগ নিষ্কন্টক করেই তিনি জমির ব্যবসা করেন। যদিও ওই পরিবারের কোন কোন সদস্যের বিরুদ্ধেও রয়েছে অস্ত্র ব্যবসাসহ নানা অভিযোগ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.