খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ : খালেদা জিয়ার জীবন বিপন্ন হলে রেহাই পাবেন না হাসিনা

 

খুলনা ব্যুরো: কারাগারে বন্দী গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। বিনা চিকিৎসায় অযতœ অবহেলায় তার জীবনকে বিপন্ন করে তোলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। খালেদা জিয়ার কিছু হলে অবৈধ দখলদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেহাই পাবেননা, বরং তাকে কাঠগড়ায় দাড়াতে হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন কেন্দ্রীয় বিএনপি নেতা মঞ্জু। বলেন, গত ১০ বছর যাবৎ দেশের মানুষকে যে কষ্টে আপনি রেখেছেন তার প্রতিদান আপনাকে পেতেই হবে।

মিথ্যা মামলায় কারাগারে আটক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকৎসার ব্যবস্থা ও তার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে খুলনা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বেলা সাড়ে ১১ টায় কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এ বিক্ষোভ সমাবেশ।

বক্তব্যের শুরুতেই নজরুল ইসলাম মঞ্জু পবিত্র মাহে রমজানের শেষে পর্যায়ে এসে রাজপথে অবস্থার নিয়ে কর্মসূচি পালন করার কারণে বড় বাজার এলাকায় ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণের চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হওয়ায় আন্তরিক দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এরা জুলুমবাজ সরকার, জনগনের গণতান্ত্রিক মৌলিক অধিকারসমূহ কেড়ে নেয়ার সরকার, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেয়ার সরকার, ভোটের অধিকার কেড়ে নেয়ার সরকার, জনগনের জানমাল ও নিরাপত্তা কেড়ে নেয়ার সরকার। এদেরকে রাষ্ট্রক্ষমতা থেকে বিতাড়িত করতে কষ্ট স্বীকার করে হলেও সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে এবং চূড়ান্ত গণঅভ্যূত্থান পরিস্থিতির সৃষ্টি করতে হবে।

আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ও কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন,জাফরউল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম, রেহানা আক্তার, শেখ ইকবাল হোসেন, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মাহববু কায়সার, মেহেদী হাসান দীপু, মহিবুজ্জামান কচি, শফিকুল আলম তুহিন, শাহিনুল ইসলাম পাখী, আজিজুল হাসান দুলু, অধ্যাপক ডাঃ সেখ মোঃ আখতার উজ জামান, ইকবাল হোসেন খোকন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, এহতেশামুল হক শাওন, জালু মিয়া, মোঃ শাহজাহান, সাদিকুর রহমান সবুজ, গিয়াসউদ্দিন বনি, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ প্রমুখ।

এর আগে একই স্থানে বেলা ১১ টায় একই দাবিতে খুলনা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা জেলা শাখার সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আমীর এজাজ খান, খান জুলফিকার আলী জুলু, জি এম কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, খান আলী মুনসুর, সাইফুর রহমান মিন্টু, আব্দুর রকিব মল্লিক, মোস্তফা উল বারী লাভলু, এ্যাড. মাসুম আল রশিদ, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, এস এম মুর্শিদুর রহমান লিটন, ওয়াহিদুজ্জামান রানা, শামীম কবির, উজ্জল কুমার সাহা, ইলিয়াস মল্লিক, আতাউর রহমান রনু, মশিউর রহমান যাদু, খায়রুল ইসলাম খান জনি, মোল্লা সাইফুর রহমান, খন্দকার ফারুক হোসেন, মোজাফ্ফর হোসেন, জি এম আসাদ, কাজী ওয়াইজউদ্দিন সান্টু, অধ্যাপক আইয়ুব আলী, হাফেজ আবুল বাশার, সাইফুল আহসান রবি, আব্দুস সালাম, রফিকুল ইসলাম বাবু, জসিমউদ্দিন লাবু, শাসসুল বারিক পান্না, রাহাত আলী লাচ্চু প্রমুখ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.