নাটোরে সততা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের দ্বিতীয় শাখা উদ্বোধন
নাটোর প্রতিনিধি: নাটোরে সততা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে শহরের নিচাবাজার এলাকায় দ্বিতীয় শাখার উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এ সময় নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, নাটোর পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকল, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলীপ দাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি এবং সততা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সত্ত্বাধিকারী আব্দুল আওয়াল রাজা।
সততা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সত্ত্বাধিকারী আব্দুল আওয়াল রাজা জানান, সততা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার আধুনিক যন্ত্রপাতি দিয়ে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তাছাড়া রোগি এবং তাদের স্বজনদের উত্তম সেবা প্রদান করার কারনে মানুষের আস্থা তৈরী হয়েছে।
এরই ধারাবাহিকতায় দ্বিতীয় শাখায় সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি মানুষের সার্বিক সেবা প্রদান করে যাবে সততা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.