BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইল শাড়ি বুননশিল্পকে ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

টাঙ্গাইল শাড়ি বুননশিল্পকে ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি বুননশিল্পকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেসকো) “ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি” বা মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

৯–১০ ডিসেম্বর নিউ দিল্লিতে অনুষ্ঠিত ইউনেসকোর ২০তম ইন্টারগভর্নমেন্টাল কমিটির সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

দুই শতাধিক বছরের বেশি সময় ধরে টাঙ্গাইল অঞ্চলে গড়ে ওঠা এই বুননশিল্প বাংলাদেশের একটি স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় বহন করে। তুলা, রেশম ও পাটের সুতোয় তৈরি সূক্ষ্ম ও নান্দনিক নকশা, বিশেষ মোটিফ এবং হালকা আরামদায়ক টেক্সচারের জন্য টাঙ্গাইল শাড়ি দীর্ঘদিন ধরে দেশ-বিদেশে জনপ্রিয়। এই ঐতিহ্যের সঙ্গে জড়িত হাজারো তাঁতী পরিবার আজও প্রজন্ম থেকে প্রজন্মে বুননশিল্প রক্ষা করে চলেছেন।

ইউনেসকোর স্বীকৃতির মাধ্যমে টাঙ্গাইল শাড়ি এখন বিশ্ব ঐতিহ্যের মর্যাদায় উন্নীত হলো।

বিশেষজ্ঞদের মতে, এ স্বীকৃতি দেশের তাঁত শিল্পকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি, কারিগরদের জীবনমান উন্নয়ন এবং ঐতিহ্য সংরক্ষণে বড় ভূমিকা রাখবে।

বাংলাদেশের পক্ষে ইউনেসকোতে নেতৃত্বদানকারী প্রতিনিধিরা জানান, এটি কেবল একটি শিল্পের স্বীকৃতি নয়; বরং বাঙালি সংস্কৃতি, সৃজনশীলতা ও কারিগরি দক্ষতার প্রতি আন্তর্জাতিক সম্মান প্রদর্শন।

সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো মনে করে, এ অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে বুননশিল্পে আগ্রহী করবে এবং স্থানীয় তাঁতপল্লিগুলোকে আরও সমৃদ্ধ করবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?