নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার জলঢাকা উপজেলা ও থানা কমিটির যৌথ আয়োজনে এবং উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আল ইকরাম বিপ্লব চিশতীর সার্বিক ব্যবস্থাপনায় বুধবার ১০ ডিসেম্বর সকালে দিবসটি পালিত হয়েছে।
সকালে থানা মোড় অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার জলঢাকা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মাহবুব নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রংপুর বিভাগীয় পরিচালক মুহাম্মদ সাজ্জাদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা রেজাউল করিম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম বিপ্লবী, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল ফিরোজ এবং আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রোকনুজ্জামান শাহিন।
এ ছাড়া বক্তব্য রাখেন, প্রেসক্লাব জলঢাকার সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মাইদুল হাসান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মানিক, ঢাকা কলেজের শিক্ষার্থী ইকবাল জিয়াদ, গণমাধ্যমকর্মী ভবদিশ চন্দ্র, বদিউজ্জামান বুলেটসহ আরও অনেকে।
বক্তারা মানবাধিকার সংরক্ষণ, নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও আইনগত সহায়তার গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভার কার্যক্রম সঞ্চালনা করেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জলঢাকা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু সাইয়েদ শাকিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #















