BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দুবার মাথা খাটালেন, তাতেই ইতিহাসে নাম উঠে গেল তাঁর

দুবার মাথা খাটালেন, তাতেই ইতিহাসে নাম উঠে গেল তাঁর

বিটিসি স্পোর্টস ডেস্ক: সংস্কার কাজ শেষে দুই বছরের বেশি সময় পর কাম্প ন্যুতে ফেরার পর ঐতিহ্যবাহী এ স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে নেমেছিল বার্সেলোনা। ঘরে ফেরার উপলক্ষের শুরুতেই প্রায় ধাক্কা খেতে বসেছিল কাতালান ক্লাবটি।

জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচের শুরুতে গোল হজম করেছিল হানসি ফ্লিকের দল। তবে শেষ পর্যন্ত জুলস কুন্দের জোড়া গোলে ভর করে ২-১ জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা।

কুন্দে গোল দুটি করেছেন তিন মিনিটের ব্যবধানে। আর দুবারই বল জালে জড়িয়েছেন হেড থেকে। তাতে ফরাসি এ রাইটব্যাকের নাম উঠেছে বার্সার ইতিহাসে। স্প্যানিশ ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগে একই ম্যাচে হেড থেকে দুটি গোল করা প্রথম ফুটবলার কুন্দে।

কুন্দের তিন মিনিটের ঝলকে ইউরোপসেরার এ প্রতিযোগিতায় দুই ম্যাচ জয়হীন থাকার পর জয়ের স্বাদ পেল বার্সা। তাতে পয়েন্ট টেবিলেও উত্তরণ ঘটেছে ফ্লিকের দলের। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরে উঠেছে কাতালানরা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ফ্রাঙ্কফুর্ট আছে ৩০ নম্বরে।

ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে এ ম্যাচে একটা হিসাব মেলানোর পালাও ছিল বার্সার। এর আগে দুদল শেষবার মুখোমুখি হয়েছিল ২০২১-২২ মৌসুমে। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে কাম্প ন্যুতেই ৩-২ ব্যবধানে হেরেছিল বার্সা।

ম্যাচের ২১ মিনিটে বার্সার সেই তেতো স্মৃতি নতুন করে জাগিয়ে তোলেন কেনাফ। নিজেদের অর্ধে লামিন ইয়ামালের পা থেকে বল কেড়ে নিয়ে বার্সার দুই খেলোয়াড়কে পরাস্ত করে অনেকটা এগিয়ে কেনাফকে পাস দেন নাথানিয়েল ব্রাউন। সেই বল দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে জোরাল শটে ফ্রাঙ্কফুর্টকে এগিয়ে দেন কেনাফ।

চ্যাম্পিয়নস লিগে ক্লিন শিট রাখা যেন ভুলেই গেছে বার্সা। ইউরোপসেরার মঞ্চে এ নিয়ে সর্বশেষ ৯ ম্যাচেই অন্তত একটি করে গোল হজম করল ফ্লিকের দল।

শুরুতে গোল হজমের আগে ৯ম মিনিটে অবশ্য রবের্ত লেভানদফস্কি একবার ফ্রাঙ্কফুর্টের জালে বল জড়িয়েছিলেন। কিন্তু লেভাকে পাস দেওয়ার আগে অফসাইড পজিশনে ছিলেন রাফিনিয়া। সে কারণে বার্সার গোলটি বৈধতা পায়নি।

পিছিয়ে পড়ার পর আক্রমণের ধার বাড়ালেও ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা। বিরতির পর ম্যাচে ফিরতে বেশি সময় লাগেনি স্প্যানিশ ক্লাবটি। ৪৮ মিনিটে রাশফোর্ডের ক্রসে বক্সের ভেতর থেকে বারের অনেকটা ওপর দিয়ে মারেন রাফিনিয়া।

৫০ মিনিটে আবারও বাঁপ্রান্ত থেকে ক্রস করেন রাশফোর্ড। এবার হেডে ফ্রাঙ্কফুর্টের জালে বল জড়িয়ে বার্সাকে সমতায় ফেরান কুন্দে। তিন মিনিট পর ইয়ামালের বাড়ানো বলে হেডে গোল করে বার্সাকে এগিয়ে দেন কুন্দে। শেষ পর্যন্ত কুন্দের জোড়া গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচেই আগে গোল হজম করেছে বার্সা। উল্লেখযোগ্য বিষয়, শেষ চারটি ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে ফ্লিকের দল।

ম্যাচ শেষে এ নিয়ে ফ্লিক বলেছেন, ‘আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, তাতে আমি সত্যিই খুশি। কখনো কখনো শুরুটা ভালো হওয়া দরকার, প্রথম গোলটা আমরা করলে পারলে ভালো হতো। তবে শেষ পর্যন্ত যা হওয়ার, তাই হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার