আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীর পবা থানাধীন কৈপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও বিদেশি মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে আরএমপির পবা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো: জয়নাল আবেদীন (৬৬), পবা থানার কৈপুকুরিয়া এলাকার মৃত হারেজের ছেলে এবং মো: বিচ্ছাদ আলী (২৯), একই এলাকার মো: আকসেদ আলীর ছেলে।
গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৯টার দিকে অফিসার ইনচার্জ মো: ফরহাদ আলীর সার্বিক তত্ত্বাবধানে এসআই প্রতাপ কুমার রায়ের নেতৃত্বে পবা থানা পুলিশের একটি টিম কৈপুকুরিয়া এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জয়নাল আবেদীনের নিজ বসতবাড়িতে গাঁজা ও বিদেশি মদ বিক্রি করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ জন পালানোর চেষ্টা করে। তবে পুলিশ সদস্যদের তৎপরতায় তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়। পরবর্তীতে বাড়িটি তল্লাশি চালিয়ে সর্বমোট ৪৪ গ্রাম গাঁজা এবং ৭৫০ মি.লি. বিদেশি মদ উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

















