র্যাব-৬ খুলনার নতুন অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব

খুলনা ব্যুরো: র্যাব-৬ খুলনার অধিনায়ক হিসেবে শনিবার দায়িত্বভার গ্রহণ করেছেন উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব। তিনি অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। খোন্দকার রফিকুল ইসলাম দীর্ঘ ৩বছর
যাবত র্যাব-৬ খুলনার অধিনায়কের দায়িত্ব পালন শেষে তার নতুন কর্মস্থল সিআইডিতে যোগদানের উদ্দেশ্যে গমন করেছেন।
র্যাব-৬এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব ১৯৯৯ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে লজিস্টিক শাখায় কমিশন প্রাপ্ত হন। পেশাগত জীবনে তিনি বিমান বাহিনীর প্রায় সকল স্থাপনায় এবং এস এস এফ, বিমান বাহিনী একাডেমীতে প্রশিক্ষক ও শাহীন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি একজন সাহসী, মার্জিত, সুদক্ষ ও উচ্চ পেশাদারিত্ব সম্পন্ন কর্মকর্তা। দক্ষতা ও পেশাদারিত্বের জন্য তিনি বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র প্রাপ্ত হন। তিনি অত্যন্ত সুনামের সাথে র্যাব-৮ বরিশালের অধিনায়কের দায়িত্ব পালন শেষে র্যাব-৬ খুলনার অধিনায়কের দায়িত্বভার গ্রহণ করেন। বর্তমান সময়ে বিশেষ আলোচিত সুন্দরবনের জলদস্যু-বনদস্যু সংক্রান্ত সমস্যা সমাধানে তিনি অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করেছেন। যা দেশের উচ্চ পর্যায়ে প্রশংসিত হয়েছে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.