BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা

এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি: সড়ক পরিবহন ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, এভাবে জমি অধিগ্রহণ চলতে থাকলে আগামীতে কবরের জন্যও কোনো জায়গা থাকবে না।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত এক বিনিয়োগ সংলাপে তিনি এ কথা বলেন।

এ সময় জ্বালানি উপদেষ্টা আরও জানান, কোনো ব্যক্তির ইচ্ছায় আর কোনো বিদ্যুৎকেন্দ্র করা হবে না।

ফাওজুল কবির খান বলেন, এভাবে যদি অধিগ্রহণ চলতে থাকে, তাহলে তো সামনে কবর দেওয়ার মতো জায়গাও পাওয়া যাবে না। এজন্য রাস্তা রাস্তা করলে হবে না। রাস্তাটা কোথায় দরকার? আমাদের যে ন্যাশনাল হাইওয়ে, এটা ৬ লেনের জন্য করেছি। কিন্তু শীতলক্ষ্যা নদীই তো ১০০-২০০ লেনের হাইওয়ে। আপনি শীতলক্ষ্যা নদী কেন ব্যবহার করেন না?

অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর জানান, চলতি অর্থ বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নামবে। তিনি আরও জানান, ১৬ বছর ধরে অনেক ব্যবসায়ী রাজনৈতিকভাবে নির্যাতনের শিকার হয়েছে। ব্যক্তির দায়ের কারণে কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। চলতি বছরের শেষে মূল্যস্ফীতি ৫ এর নিচে নেমে আসলে, নীতিসুদ হার কমানো হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বর্তমান নীতি কার্যকর করা গেলে দুই-তিন বছরে বিদেশি বিনিয়োগ তিন থেকে চার গুণ বাড়ানো সম্ভব। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহজে ও দ্রুত সময়ে একসাথে সব সেবা নিশ্চিতে কাজ করছে সরকার।

বিনিয়োগকারীদের বিনিয়োগ যেন ঝুঁকিতে না পড়ে সে ব্যাপারে এনবিআর সচেষ্ট থাকবে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, ‘আমরা যদি বিদেশি ব্যাংক থেকে ঋণ নেই, এটার খরচ কম এবং সাময়িকভাবে আমাদের জন্য ভালো হবে বলে মনে হচ্ছে, কিন্তু সুদ দিতে হবে ইন্টারেস্টসহ এটা মনে রাখতে হবে। আসলটা তো দিতেই হবে, সুদও দিতে হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের