নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে নগরীর অলোকার মোড়ে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইণ্ডাষ্ট্রি মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়াল।
বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সাবেক সহসভাপতি আবদুস সবুর, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিব্বুল আরেফিন, দৈনিক মানব জমিনের রাজশাহী প্রতিনিধি ডালিম হোসেন শান্ত, আরইউজের সিনিয়র সদস্য আহাদ আলী, জিয়াউল কবির স্বপন প্রমুখ।
কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক আমানুল্লাহ আমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইণ্ডাষ্ট্রি মসজিদের ইমাম আতিকুর রহমান। এতে রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন, দেশে যখনই সংকট সৃষ্টি হয়েছে তখনই আস্হা ও ঐক্যের প্রতীক হিসেবে সামনে এসে আবির্ভূত হয়েছেন বেগম খালেদা জিয়া। শত জুলুম ও নির্যাতন সত্বেও তিনি পিছু হটেননি। তাই আগামীতেও দেশকে জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে বেগম খালেদা জিয়ার মত দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন।
বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ তায়া’লার কাছে দোয়া চেয়ে সাংবাদিক নেতারা বলেন, দেশের মানুষকে উনি এতটা ভালোবাসেন যে বিগত স্বৈরাচার সরকারের আমলে এত নির্যাতনের পরও তিনি জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে অবিচল ছিলেন।
তারা আরো বলেন, বেগম জিয়া দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
তাঁর বিরুদ্ধে কোনো অন্যায়-অপকর্মের নজির নেই। ভালো কাজ এবং দেশের ক্রান্তিকালে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ভূমিকার কারণেই তাঁর জন্য সারা বিশ্বে দোয়া করা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

















