নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের হাতে নতুন বই দিয়ে শুরু বই উৎসব

বিশেষ প্রতিনিধি: শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষক রায় পারে সঠিক শিক্ষার মাধ্যমে সমাজকে মেধাবী, আদর্শবান ও দেশ প্রেমিক সু-শিক্ষায় শিক্ষিত সন্তানদের উপহার দিতে। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের হাতে নতুন বই দিয়ে শুরু হয় স্কুলটির বই উৎসবের প্রথম সূচণা। নতুন বছরের প্রথম দিনেই সারা দেশে বই উৎসব শুরু হয়েছে। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উল্লসিত সারাদেশের বিদ্যালয় পড়ুয়া সোয়া চার কোটির বেশি শিক্ষার্থী।

প্রায় সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিনামূল্যের নতুন পাঠ্যবই। এজন্য দেশের প্রতিটি বিদ্যালয়ে লেগেছে উৎসবের ছোঁয়া। খালি হাতে বিদ্যালয়ে যাওয়া শিক্ষার্থীরা বাড়ি ফিরেছে নতুন বই নিয়ে, হাসিমুখে।

বছরের শুরুর দিনে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দেওয়ার এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বই উৎসব দিবস। এর’ই ধারাবাহিকতায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের রাজশাহীর তানোর শাখায় প্রথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।

বই উৎসবে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি, রাজশাহী তানোর থানার ভারপ্রাপ্ত সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলহাজ্ব সারোয়ার জাহান সভাপতি তানোর গোল্লাপাড়া বণিক সমেতি, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক রুহুল আমীন খন্দকার নির্বাহী সম্পাদক প্রাইভেট ডিটেকটিভ, সাংবাদিক টিপু সুলতান সাধারণ সম্পাদক তানোর প্রেসক্লাব, মোখলেছুর রহমান প্রধান অধ্যাক্ষ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।

এছাড়াও অন্যন্যাদের মাঝে আরো উপস্থিত ছিলেন, তানোর সাংবাদিক ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব আক্তারুজ্জামান রঞ্জু, তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সাংবাদিক সোহানুল হক পারভেজ, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের তানোর শাখার প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক এস. এ সাকেলিন (তন্ময়), সহকারী শিক্ষক, সাকিল আহম্মেদ, মোসাঃ সোনিয়া খাতুন, খালেদা বেগম, মোঃ মোস্তাকিম মন্ডল, সানোয়ার হোসেন, শ্রীমতি. পলি রাণী, শ্রীমতি. তমা রাণী, কুমারী তিথি রাণী, মোসাঃ শারমিন খাতুনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ছাত্র-ছাত্রীদের অভিভাবগবৃন্দু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ তানোর শাখাটি অন্যন্য শাখাগুলোর ন্যায় শতভাগ সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত। পাশাপাশি এই অত্যাধুনিক ডিজিটালাইজ স্কুলের পাঠদানে থাকবে একঝাঁক মেধাবী শিক্ষক। ইস্কুলটির সার্বিক তত্বাবধানে রয়েছেন এর পরিচালক সুনামধন্য মেধাবী শিক্ষক মোঃ মাসুদ রানা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.