বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: ২০২৪ সালের নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে জামালপুরের বকশীগঞ্জে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ১০ দিনের কর্মবিরতি শুরু করেন।
প্রথম দিনের কর্মবিরতিতে এসময় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মিজানুর রহমান, আশরাফ আলী, পরিবার কল্যাণ পরিদর্শিকা পলি আক্তার।
কর্মবিরতির কারণে উপজেলার জন্ম নিরোধক সেবা কার্যক্রম বন্ধ, শতভাগ দম্পতি জন্ম নিয়ন্ত্রণ ও বাড়ি বাড়ি গিয়ে সেবা কার্যক্রম বন্ধ রাখা, কিশোর-কৈশোর সেবা কার্যক্রম বন্ধ রাখায় ভোগান্তির সৃষ্টি হয়।
কর্মবিরতিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শকা, পরিবার কল্যাণ সহকারীবৃন্দ অংশগ্রহণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

















