BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিংড়ার চলনবিলে নৌকায় কাটছেন আমন ধান

সিংড়ার চলনবিলে নৌকায় কাটছেন আমন ধান

নাটোর প্রতিনিধি: জমিতে এক হাঁটু আধ হাঁটু পানি, আবার কোন কোন জমিতে হাটুর ওপরে পানি । এখন হেমন্তের অগ্রহায়ণ মাস। বন্যার পানি নামে নাই চলনবিলের কৃষি জমি থেকে। তাই বাধ্য হয়েই নৌকা দিয়ে বোনা আমন ধান কাটছেন চলনবিলের কৃষক। এতে শ্রমিক খরচ পড়ছে দ্বিগুন। একবেলা ধান কেটে শ্রমিকদের দিতে হচ্ছে ৫শ থেকে ৭শ টাকা। প্রতি বিঘায় ফলন ৫মণ থেকে ৬মণ হলেও খরচ বাদে কৃষকদের ঘরে উঠছে মাত্র ১মণ থেকে ২মণ ধান।

নাটোরের সিংড়া উপজেলার চলনবিলের ডাহিয়া ও ইটালী ইউনিয়নের কয়েকটি মাঠে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাঁটু পানিতে নেমে শ্রমিকরা চরম কষ্টে ধান কাটছেন। নৌকায় বোঝাই করে কাটা ধান নিয়ে আসছেন কৃষকের খোলায়। সেখান থেকে মাড়াই করে তুলছেন ঘরে।

হেমন্তের নতুন ধান কাটতে সারা দেশ উৎসবে মেতে উঠলেও কৃষকদের দুঃখ,কষ্ট ও হতাশার চিত্র ফুটে উঠেছে কৃষি প্রধান চলনবিলের ভুক্তভোগী এ অঞ্চলের আমন চাষীদের।

কৃষকরা বিটিসি নিউজকে বলছেন, দ্বিতীয় ধাপের বন্যায় তারা চরম ক্ষতির মুখে পড়েছেন।

উপজেলার ইটালী ইউনিয়নের পশ্চিম মাগুড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম ভুট্রু বিটিসি নিউজকে জানান, তিন ভাই মিলে ৭০ বিঘা বোনা আমন ধানের চাষ করেছি। বেশির ভাগ জমিতে নৌকা নিয়ে ধান কাটতে হচ্ছে। শ্রমিক পাওয়া যাচ্ছে না। পানিতে ধান কাটতে চাচ্ছেননা অনেক শ্রমিক। সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে ৫শ থেকে ৭শ টাকা দিতে হচ্ছে তাদের।

ইটালী ইউনিয়নের ইন্দ্রাসন গ্রামের কৃষক সবুজ আলী বিটিসি নিউজকে জানান, ৫ বিঘা জমি বর্গা নিয়ে আমন ধান চাষ করেছি। ফলন বিঘা প্রতি ৫মণ থেকে ৬মণ হচ্ছে। কিন্তু সব খরচ বাদ দিয়ে ১ থেকে ২ মণ ধান ঘরে তোলাই কঠিন হয়ে পড়েছে। এখন বর্গার ধান কিভাবে দেবো? দুশ্চিন্তায় আছি।

উপজেলার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরী গ্রামের কৃষক ফরিদ প্রামানিক বিটিসি নিউজকে বলেন, বোনা আমন ধান কাটা পর আমি প্রতি বছর সরিষার চাষ করি। গত বছর ২০ বিঘা চাষ করেছিলাম। এ বছর জমিতে পানি আছে। সরিষার চাষ করতে পবরবো কিনা দুশ্চিন্তায় আছি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ বিটিসি নিউজকে জানান, চলতি বছরে ৫ হাজার ৫শ হেক্টর জমিতে বোনা আমন ও ২৩ হাজার ৬শ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে। দ্বিতীয় ধাপের অসময়ের বন্যায় কিছু এলাকায় বোনা আমন ধানের ক্ষতি হয়েছে। আমরা কৃষি প্রণোদনা ও পরামর্শ দিয়ে সব সময় কৃষকদের পাশে থেকে সহযোগিতা করছি। চলনবিলের পানি নেমে যাচ্ছে। আমরা আশা করছি সরিষা ও বোরো ধান চাষ করে বোনা আমনের ক্ষতি পুষিয়ে লাভবান হবেন কৃষক।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সিংড়ার চলনবিলে নৌকায় কাটছেন আমন ধান রাজশাহীতে কৃষক বেশে পাচারকালে ৭২ বোতল ফেনসিডিল ও সিরাপ জব্দ পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত; আহত-২ গত ১৫ বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদ সমর্থন করেছে : মির্জা ফখরুল আগামী নির্বাচন হচ্ছে গণতন্ত্রকে ফেরত পাওয়ার নির্বাচন : মিলন বুধবার থেকে শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিস্তীর্ণ প্রান্তরজুড়ে দোল খাচ্ছে সোনালি ধান, বাম্পার ফলনের আভাস