BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে সাবেক এমপিসহ আওয়ামী লীগ নেতা ৫৯ জনের নামে মামলা

বকশীগঞ্জে সাবেক এমপিসহ আওয়ামী লীগ নেতা ৫৯ জনের নামে মামলা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের অন্যান্য নেতাসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২৪ এর জুলাই গণঅভ্যূত্থানে ছাত্র জনতার মিছিলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়। বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন বাদী হয়ে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) মামলাটি দায়ের করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ সোমবার (২৪ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের জুলাইয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলাকালে ১৭ জুলাই বিকাল ৩টার দিকে বকশীগঞ্জ পৌর শহরে একটি মিছিল বের করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আন্দোলন দমাতে মিছিলে আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা বিসমিল্লাহ হোটেলে অগ্নিসংযোগ করেন। পরদিনও একইভাবে সরকার পতনের লক্ষ্যে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল বের করলে এজাহারভূক্ত আসামীসহ অজ্ঞাত আরও ২শ থেকে ৩শ ব্যক্তি আবারও হামলা ও ভাঙচুর চালায়। তাদের হামলায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর পালিয়ে যায় আওয়ামী লীগের চিহ্নিত নেতা কর্মীরা।

জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাবেক বৈষম্য বিরোধী ছাত্রনেতা ও গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন বাদী হয়ে জুলাই আন্দোলনে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় ২০ নভেম্বর বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ, তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, সহ সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জুমান তালুকদার, জহুরা বেগম, জেলা পরিষদের সাবেক সদস্য শিলা সারোয়ার, জয়নাল আবেদীন, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল তালুকদার, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, ধানুয়া কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাবেক এমপি আবুল কালাম আজাদের এপিএস মোস্তাফিজুর রহমন বিপ্লব ও ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়াসহ ৫৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২শ থেকে ৩শ জনকে আসামি করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সিংড়ার চলনবিলে নৌকায় কাটছেন আমন ধান রাজশাহীতে কৃষক বেশে পাচারকালে ৭২ বোতল ফেনসিডিল ও সিরাপ জব্দ পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত; আহত-২ গত ১৫ বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদ সমর্থন করেছে : মির্জা ফখরুল আগামী নির্বাচন হচ্ছে গণতন্ত্রকে ফেরত পাওয়ার নির্বাচন : মিলন বুধবার থেকে শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিস্তীর্ণ প্রান্তরজুড়ে দোল খাচ্ছে সোনালি ধান, বাম্পার ফলনের আভাস