BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাউজানে দেশীয় তৈরি এলজি, গুলি–মাদকসহ চিহ্নিত সন্ত্রাসী রিপন গ্রেপ্তার

রাউজানে দেশীয় তৈরি এলজি, গুলি–মাদকসহ চিহ্নিত সন্ত্রাসী রিপন গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজানে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি এলজি, গুলি ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী আবু সাইদ প্রকাশ রিপন (৩৭)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে রাউজানসহ বিভিন্ন থানায় মোট ১৫টি মামলা রয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সকাল ১১টায় থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া এ তথ্য জানান।

তিনি বলেন, গত শনিবার বিকেল আড়াইটায় এসআই কাউছার হামিদের নেতৃত্বে সুলতানপুর সরকারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে খালি একটি স্থান থেকে রিপনের হেফাজতে থাকা ৫ রাউন্ড পিস্তলের গুলি, ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলেই তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পর রিপনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ একই দিন সুলতানপুর এলাকার একটি গরুর ফার্মে অভিযান চালায়। সেখানে পাওয়া যায়— কাঠের বাটযুক্ত একটি দেশীয় এলজি, ৪ রাউন্ড শটগানের কার্তুজ।

এর আগে ২০ নভেম্বর ভোর ৩টা ৪০ মিনিটে রিপনের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ আরও একটি দেশীয় এলজি, ২ রাউন্ড কার্তুজ, একটি ধারালো কিরিচ ও একটি তলোয়ার উদ্ধার করেছিল।

সাম্প্রতিক দুই অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের ঘটনায় রিপনের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, রিপন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অস্ত্র বহনে সক্রিয় ছিল। তাকে গ্রেফতার করায় এলাকায় অপরাধ দমনে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে তারা আশা প্রকাশ করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?