BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেনীতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

ফেনীতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

ফেনী প্রতিনিধি: ফেনীর রামপুর এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের পিছনে ধাক্কা লেগে রিপন (৫০) নামের এক পিকআপ চালক নিহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের রামপুর সম্রাট মিল এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

এতে পিকআপের হেলপার কামাল হোসেন (৫০) গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ভোরে মহাসড়কে সম্রাট মিলের সামনে একটি ট্রাকের ব্রেক হঠাৎ আটকে যায় এবং ট্রাকটি দাঁড়িয়ে পড়ে। পেছন থেকে আসা পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপে আটকে পড়া দুইজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন এবং হেলপার কামালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বলেন, ‘নিহত রিপনের (৫০) নাম জানা গেলেও ঠিকানা জানা যায়নি। আহত হেলপার কামাল (৫০) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকার আবুল হোসেনের ছেলে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মো: দেলোয়ার হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব : যুবরাজ ​​​​​​​এপস্টাইন ফাইলস প্রকাশের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস সৌদি যুবরাজকে ট্রাম্পের অভ্যর্থনা: গুরুত্বপূর্ণ পাঁচ বিষয় ফেনীতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত গাজীপুরে টিনশেডের কলোনিতে আগুন, ১০০ ঘর পুড়ে ছাই মাদারীপুরে বাসকে সাইড দিতে গিয়ে কাভার্ডভ্যান দোকানে, নিহত-১ ১৯৯৮ সালের পর বিশ্বকাপে স্কটল্যান্ড, মূল পর্বে স্পেন-বেলজিয়ামও বেগম খালেদা জিয়াকে এদেশের মানুষ কখনো ছেড়ে যাবেনা : মিলন ৬০০ কোটি টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ প্রদান প্রধান উপদেষ্টার