BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্ষমতা নির্বিশেষে কেউ আইনের ঊর্ধ্বে নয় : প্রধান উপদেষ্টা

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: আজ বাংলাদেশের আদালত এমন একটি স্পষ্টতার সঙ্গে কথা বলেছে, যা সারা দেশে এবং বাইরেও অনুরণিত হয়। দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা একটি মৌলিক নীতিকে নিশ্চিত করে যে, ক্ষমতা নির্বিশেষে কেউই আইনের ঊর্ধ্বে নয়। এই রায়টি ২০২৪ সালের জুলাই এবং আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত হাজার হাজার লোককে এবং তাদের ক্ষত বহনকারী পরিবারগুলোর জন্য অত্যাবশ্যক, যদিও অপর্যাপ্ত হয়, তবে ন্যায়বিচার প্রদান করে।

সোমবার (১৭ নভেম্বর) রাতে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, ‘বছরের পর বছর ধরে নিপীড়নের দ্বারা ধ্বংস হয়ে যাওয়া গণতান্ত্রিক ভিত্তি পুনর্নির্মাণের মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছে। তরুণ এবং শিশুদের বিরুদ্ধে তাদের অপরাধ ছিল প্রাণঘাতী শক্তি প্রয়োগের আদেশ, যাদের একমাত্র অস্ত্র ছিল তাদের কণ্ঠস্বর – আমাদের আইন এবং সরকার ও নাগরিকদের মধ্যে মৌলিক বন্ধন উভয়ই লঙ্ঘন করেছে। এসব কর্মকাণ্ড বাংলাদেশিদের মূল মূল্যবোধ মর্যাদা, স্থিতিস্থাপকতা এবং ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারকে ক্ষুব্ধ করেছে।’

তিনি বলেন, ‘প্রায় এক হাজার ৪০০ জন প্রাণ হারিয়েছিল। তারা পরিসংখ্যান নয় বরং শিক্ষার্থী, পিতামাতা এবং অধিকারপ্রাপ্ত নাগরিক ছিল। কয়েক মাস ধরে চলা সাক্ষ্যে নিরস্ত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে হেলিকপ্টার থেকেও কীভাবে প্রাণঘাতী শক্তি ব্যবহার করা হয়েছিল তা বিশদ বর্ণনা করা হয়েছিল। এই রায় তাদের দুর্ভোগকে স্বীকৃতি দেয় এবং নিশ্চিত করে যে আমাদের বিচার ব্যবস্থা অপরাধীদের জবাবদিহির আওতায় আনবে।’

বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ এখন জবাবদিহির বৈশ্বিক স্রোতে আবার যোগ দিচ্ছে। শিক্ষার্থী এবং নাগরিকরা যারা পরিবর্তনের পক্ষে দাঁড়িয়েছিল তারা এটি বুঝতে পেরেছিল এবং অনেকে তাদের জীবন দিয়ে মূল্য দিয়েছিল। আমাদের আগামীকালের জন্য তাদের আজকের দিনটি উৎসর্গ করেছে।’

তিনি বলেন, ‘সামনের পথের জন্য কেবল আইনি জবাবদিহি নয়, প্রতিষ্ঠান এবং নাগরিকদের মধ্যে আস্থা পুনর্নির্মাণ করা দরকার। মানুষ কেন সত্যিকারের প্রতিনিধিত্বের জন্য সবকিছুতে ঝুঁকি নেয় তা বোঝা এবং সেই বিশ্বাসের যোগ্য সিস্টেম তৈরি করা অপরিহার্য। আজকের রায় সেই যাত্রা পথেরই একটি পদক্ষেপ ‘

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমার পূর্ণ আস্থা আছে, বাংলাদেশ সাহস ও নম্রতার সঙ্গে সামনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করবে। আইনের শাসন, মানবাধিকার এবং প্রতিটি ব্যক্তির সম্ভাবনার প্রতি অঙ্গীকার থাকলে ন্যায়বিচার শুধু বাংলাদেশেই টিকে থাকবে না; এটি জয়ী হবে এবং টিকিয়ে থাকবে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?