ঢাকা প্রতিনিধি: নিজ বাসায় ককটেল বিস্ফোরণে একদমই আতঙ্কিত নন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেছেন, এই ককটেল বিস্ফোরণ শুধু আমার বাসায় না, এর আগেও কয়েকটা জায়গায় বিস্ফোরণ হয়েছে বা অগ্নিসংযোগ করা হয়েছে। কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে। আমি ওইটা নিয়ে চিন্তিত। যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হচ্ছে, ওখানে প্রাণহানি হচ্ছে, মানুষ আহত হচ্ছে—আমরা ওইটা নিয়েই বেশি চিন্তিত।
সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র ‘আলিয়ঁস ফ্রঁসেজে’ এক প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশে নির্বাচনটা হয়ে যাচ্ছে, এই নির্বাচনকেন্দ্রিক দেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। এটা নিয়ে সরকারের অবশ্যই প্রস্তুতি আছে। যারা এই অগ্নিসংযোগ ও ককটেল মারছে তারা ঘোষণা দিয়েই এটা করছে। আমরা বিভিন্ন টেলিফোন কনভার্সেশন শুনছি, টেলিফোনে বক্তৃতা শুনছি। তাতে তারা ঘোষণা দিয়ে এ কাজগুলো করছে। (শেখ হাসিনার) রায়কে কেন্দ্র করে তারা এটা করছে, বা করবে। ফলে সরকার অবশ্যই প্রস্তুতি নিয়েছে এবং নিচ্ছে।
তিনি বলেন, রায়কে বান্চাল করতে তারা যে পর্যায়ে পরিকল্পনা করেছিল, সে পর্যায়ে তারা যেতে পারবে না। কিন্তু চোর চুরি করতে চাইলে তাকে কতটুকু বাধা দিতে পারেন? তারা যেটুকু করছে, এটা তারা পাহারার বাইরে গিয়ে করছে। অব্যাহতভাবে ঘটনাগুলো ঘটছে, সরকার অবশ্যই নজরদারি বাড়বে।
অগ্নিসংযোগ এবং এ কাজে দেশ-বিদেশ থেকে প্রচারণা হচ্ছে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা করেন, কারা ইনফ্লুয়েন্স করছে আমরা নাম জানি না। তদন্ত করে যে নামগুলো পাওয়া যাচ্ছে, যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। এর বাইরে যদি কারও কাছে কোনো তথ্য থাকে, সরকারকে দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #















