BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা: আসামি লিমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা: আসামি লিমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৬) হত্যার ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি লিমন মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে আসামিকে তোলা হলে বিচারক মামুনুর রশিদ এ আদেশ দেন।

রাজশাহী মেট্রোপলিটন কোর্ট ইন্সপেক্টর আব্দুর রফিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া লিমন মিয়া (৩৫) গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার মদনেরপাড়ার এইচ.এম. সোলায়মান শহীদের ছেলে।

এর আগে, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় বিচারক আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ ঘটনায় সুমনের বাবা বিচারক আব্দুর রহমান বাদী হয়ে শুক্রবার রাজপাড়া থানায় লিমনকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। হামলার সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার দিনই পুলিশ আহত অবস্থায় লিমনকে ঘটনাস্থল থেকে আটক করে এবং তাকেও চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামি লিমন মিয়ার বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য প্রচার হওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারকে তলব করেছেন আদালত। পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়া আদালতের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন বলে আদেশে উল্লেখ করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামি লিমন বিচারকের স্ত্রীর পূর্বপরিচিত ছিলেন এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে বিচারকের স্ত্রী লিমনের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে সিলেটে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইসলামপুরে বিএনপির মনোনীত প্রার্থীর ‘বিকৃত সাক্ষাৎকার প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীতে বিচারকপুত্র হত্যা: পুলিশ কমিশনারকে আদালতের তলব নাটোরে নাতি বউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা করে পুলিশে সোপর্দ রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা: আসামি লিমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর উদ্বোধনী দিনে এনসিএলে সানজামুল ইসলামের শতক আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট, উদ্বোধনী দিনে পুলিশ লাইন স্কুল জয়ী বিএনপি সরকার গঠন করলে পদ্মার পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে কাজ করবে – মির্জা ফখরুল ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে – দুলু দিল্লির লাল কেল্লার বিস্ফোরক পদার্থ থেকে কাশ্মীরের থানায় বিস্ফোরণ : রিপোর্ট ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৬ জনের মৃত্যু, ১৭ জন নিখোঁজ