নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) চারদিনের ম্যাচে রাজশাহী জেলা ঢাকা জেলার বিরুদ্ধে প্রথম দিন শেষে ১ম ইনিংসে ১ উইকেট হাতে রেখে ২৭৫ রান সংগ্রহ করে মাঠ ত্যাগ করে।
শনিবার (১৫ নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস জয়ী রাজশাহী ব্যাট করতে নেমে সানজামুল ইসলামের সেঞ্চুরীর সুবাদে ৭২.২ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলে ২৭৫ রান।
রাজশাহী ডিভিশনে পক্ষে সানজামুল ইসলাম ১৮১ বলে ১১২, তৌহিদ রিদয় ৪২ বলে ৩২ ও সাব্বির রহমান ৫৭ বলে ৪৭ রান করে।
ঢাকা ডিভিশনের পক্ষে আশরাফুল ইসলাম ৭১ রানে ৪টি ও সালাউদ্দিন সাকিল ৪৮ রানে ৩টি করে উইকেট নেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

















