BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্যারিবিয়ান সাগরে আরেক নৌকায় মার্কিন হামলা, নিহত-৪

ক্যারিবিয়ান সাগরে আরেক নৌকায় মার্কিন হামলা, নিহত-৪

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ক্যারিবিয়ান সাগরে আরেক নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন। নৌকাটি মাদক বহন করছিল বলে দাবি মার্কিন সমরমন্ত্রীর।

সম্প্রতি লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ঘিরে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে চলতি বছরের সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাছ ধরা নৌকা লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ৮০ জন নিহত হয়েছেন। জাতিসংঘ এসব হামলাকে ‘বিচার বহির্ভূত হত্যা’ অভিহিত করে অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করেই সর্বশেষ গত সোমবার আরেক নৌকায় হামলা চালানো হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) হামলার বিষয়টি নিশ্চিত করে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় একটি নৌকায় চালানো হামলায় চারজন নিহত হয়েছে, যা ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী জাহাজে চালানো ২০তম হামলা।

শুক্রবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড জানিয়েছে, সোমবারের ওই হামলার অনুমোদন দেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ এবং নৌকাটি ‘মাদক পাচারে জড়িত’ ছিল। যদিও তারা তাদের এ দাবির বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

সাউদার্ন কমান্ড হামলার একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছে। যাতে দেখা গেছে, ক্যারিবিয়ান সাগরে নৌকাটি ধাক্কা খেয়ে বিস্ফোরিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমান। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক চলতি মাসে ওয়াশিংটনকে হামলার বৈধতা তদন্ত করার আহ্বান জানিয়ে বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জোরালো প্রমাণ রয়েছে।

মাদকবিরোধী অভিযান ঘিরে ক্রমেই তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলার বৈরিতা। চলতি সপ্তাহে এই তিক্ত সম্পর্কে নতুন মাত্রা দিয়েছে মার্কিন সমর দফতরের এক ঘোষণা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) লাতিন আমেরিকার দেশটিকে লক্ষ্য করে সামরিক অভিযান ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ এর ঘোষণা দেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ।

ঘোষণায় তিনি জানান, এ অভিযান মূলত নার্কো বা মাদক সন্ত্রাসীদের লক্ষ্য করে পরিচালনা করা হবে। হেগসেথ দাবি করেন, এ অভিযান যুক্তরাষ্ট্রের জনগণকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করবে।

এক এক্স বার্তায় তিনি বলেন, ‘আজ আমি অপারেশন সাউদার্ন স্পিয়ার ঘোষণা করছি। জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার এবং সাউথ কমান্ডের নেতৃত্বে এই মিশন আমাদের স্বদেশকে রক্ষা করবে এবং আমাদের গোলার্ধ থেকে মাদক-সন্ত্রাসীদের অপসারণ করবে।’

তবে এখনও স্পষ্টভাবে জানা যায়নি যে, ভেনেজুয়েলা সংলগ্ন এলাকায় যুক্তরাষ্ট্র যে সামরিক তৎপরতা চালাচ্ছে তারই নতুন নাম ‘সাউদার্ন স্পিয়ার’ নাকি এটি আসলেই বড় অভিযানের সূচনা। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী, অতিরিক্ত সেনা ও যুদ্ধবিমান এর মধ্যেই সেসব এলাকায় মোতায়েন করা হয়েছে।

মার্কিন গণমাধ্যম সিবিএসের এক প্রতিবেদন অনুযায়ী, কারাকাসের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের নানা বিকল্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছেন পিট হেগসেথ। এর মধ্যে সরাসরি ভূমিতে আঘাত হানার আলোচনায় আছে। তবে ট্রাম্প এখনও ভেনেজুয়েলার ওপর সরাসরি অভিযানের সিদ্ধান্ত নেননি।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এসব মার্কিন পদক্ষেপকে ‘উন্মত্ত যুদ্ধের হুমকি’ বলে প্রত্যাখ্যান করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার কারাকাসে হাজারো যুবসমর্থকদের মিছিলে যোগ দিয়ে ভেনেজুয়েলার নাগরিকদের ওপর নির্যাতন ও আক্রমণের হুমকি দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন তিনি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইসলামপুরে বিএনপির মনোনীত প্রার্থীর ‘বিকৃত সাক্ষাৎকার প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীতে বিচারকপুত্র হত্যা: পুলিশ কমিশনারকে আদালতের তলব নাটোরে নাতি বউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা করে পুলিশে সোপর্দ রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা: আসামি লিমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর উদ্বোধনী দিনে এনসিএলে সানজামুল ইসলামের শতক আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট, উদ্বোধনী দিনে পুলিশ লাইন স্কুল জয়ী বিএনপি সরকার গঠন করলে পদ্মার পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে কাজ করবে – মির্জা ফখরুল ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে – দুলু দিল্লির লাল কেল্লার বিস্ফোরক পদার্থ থেকে কাশ্মীরের থানায় বিস্ফোরণ : রিপোর্ট ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৬ জনের মৃত্যু, ১৭ জন নিখোঁজ