BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত মদ্রিচদের ক্রোয়েশিয়ার

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত মদ্রিচদের ক্রোয়েশিয়ার

বিটিসি স্পোর্টস ডেস্ক: ক্রোয়েশিয়া শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় তুলে নিয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। রিয়েকাতে শুক্রবার ফারো দ্বীপপুঞ্জের বিপক্ষে ম্যাচে জয় পেলেও খেলা ছিল অস্বস্তিকর। কারণ ফারো দ্বীপপুঞ্জ ছিল দারুণ ছন্দে এবং তারা ক্রোয়েশিয়াকে বেশ চাপে ফেলেছিল।

ফারো দ্বীপপুঞ্জ এই ম্যাচের আগে টানা তিন ম্যাচ জিতেছিল। তাদের সামান্য আশা ছিল বিশ্বকাপে ওঠার। তাই তারা শুরু থেকেই সাহসী ফুটবল খেলেছিল। খেলার ১৬ মিনিটে গেজা ডেভিড তুরি বল নিয়ে ক্রোয়েশিয়ার অর্ধে ঢুকে দূর থেকে শট নেন। বল ক্রোয়েশিয়ার রক্ষণে লেগে দিক বদলায় এবং ডমিনিক লিভাকোভিচকে পরাস্ত করে জালে যায়। এতে তারা ক্রোয়াটদের চমকে দিয়ে লিড নেয়।

তবে এই লিড বেশি সময় টিকেনি। সাত মিনিট পরই ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার ইয়সকো গেভার্দিওল সমতা ফেরান। ফারো রক্ষণের দ্বিধার সুযোগ নিয়ে তিনি জোরালো শটে গোল করেন।

চল্লিশ বছর বয়সেও লুকা মদরিচ ছিলেন ক্রোয়েশিয়ার খেলায় সবচেয়ে বড় প্রভাবক। ১৯৩তম ম্যাচে খেলতে নেমে তিনি মাঝমাঠে ছন্দ ধরে রাখেন। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় ক্রোয়েশিয়া।

দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের মাথায় পেতার মুসা নিকট পোস্টে শট নিয়ে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ফারো দ্বীপপুঞ্জের স্বপ্ন প্রায় শেষ হয়ে যায়। তারা ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে ওঠার চেষ্টা করছিল।

শেষ দিকেও ক্রোয়েশিয়া আরেকটি গোল পায়। খেলায় বাকি ২০ মিনিট থাকতে নিকোলা ভ্লাসিচ দারুণ এক ভলিতে বল পাঠান জালে।

ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত হয় এবং তাদের বিশ্বকাপ যাত্রাও নিশ্চিত হয়। এর ফলে টানা চতুর্থ বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেল লুকা মদ্রিচদের। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইসলামপুরে বিএনপির মনোনীত প্রার্থীর ‘বিকৃত সাক্ষাৎকার প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীতে বিচারকপুত্র হত্যা: পুলিশ কমিশনারকে আদালতের তলব নাটোরে নাতি বউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা করে পুলিশে সোপর্দ রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা: আসামি লিমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর উদ্বোধনী দিনে এনসিএলে সানজামুল ইসলামের শতক আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট, উদ্বোধনী দিনে পুলিশ লাইন স্কুল জয়ী বিএনপি সরকার গঠন করলে পদ্মার পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে কাজ করবে – মির্জা ফখরুল ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে – দুলু দিল্লির লাল কেল্লার বিস্ফোরক পদার্থ থেকে কাশ্মীরের থানায় বিস্ফোরণ : রিপোর্ট ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৬ জনের মৃত্যু, ১৭ জন নিখোঁজ