বিটিসি স্পোর্টস ডেস্ক: ক্রোয়েশিয়া শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় তুলে নিয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। রিয়েকাতে শুক্রবার ফারো দ্বীপপুঞ্জের বিপক্ষে ম্যাচে জয় পেলেও খেলা ছিল অস্বস্তিকর। কারণ ফারো দ্বীপপুঞ্জ ছিল দারুণ ছন্দে এবং তারা ক্রোয়েশিয়াকে বেশ চাপে ফেলেছিল।
তবে এই লিড বেশি সময় টিকেনি। সাত মিনিট পরই ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার ইয়সকো গেভার্দিওল সমতা ফেরান। ফারো রক্ষণের দ্বিধার সুযোগ নিয়ে তিনি জোরালো শটে গোল করেন।
চল্লিশ বছর বয়সেও লুকা মদরিচ ছিলেন ক্রোয়েশিয়ার খেলায় সবচেয়ে বড় প্রভাবক। ১৯৩তম ম্যাচে খেলতে নেমে তিনি মাঝমাঠে ছন্দ ধরে রাখেন। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় ক্রোয়েশিয়া।
দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের মাথায় পেতার মুসা নিকট পোস্টে শট নিয়ে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ফারো দ্বীপপুঞ্জের স্বপ্ন প্রায় শেষ হয়ে যায়। তারা ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে ওঠার চেষ্টা করছিল।
শেষ দিকেও ক্রোয়েশিয়া আরেকটি গোল পায়। খেলায় বাকি ২০ মিনিট থাকতে নিকোলা ভ্লাসিচ দারুণ এক ভলিতে বল পাঠান জালে।
ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত হয় এবং তাদের বিশ্বকাপ যাত্রাও নিশ্চিত হয়। এর ফলে টানা চতুর্থ বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেল লুকা মদ্রিচদের। #

















