মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলার ও পৌর কৃষক দলের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট-৪, আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
উপজেলা কৃষক দলের সভাপতি মো. জয়নাল আবেদিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর কৃষক দলের সভাপতি ইব্রাহিম হাওলাদার, সাধারণ সম্পাদক এইচ এম অহিদুজ্জামান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. সাদিক শিকদার। সভায় ১৬টি ইউনিয়ন ও পৌরসভা কৃষক দলের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
প্রধান অতিথি জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেন, কৃষক বাঁচলে দেশ বাচবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের কৃষকদের সর্বপ্রথম উন্নয়নের কথা ভেবে কৃষি যন্ত্রাংশসহ বিভিন্ন উপকরণ দিয়েছেন। তারই উত্তরসুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফায় কৃষকদের কথা তুলে ধরেছেন। আগামি জাতীয় সংসদ নির্বাচনে দলকে সুসংগঠিত করার জন্য দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিজয়ের জন্য কাজ করার আহ্বান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

















